জনপ্রিয় ইউটিউবার লিলি সিংয়ের সঙ্গে এক খোলামেলা আড্ডায় দেখা গেল অভিনেত্রীকে। অনন্যা পান্ডে ফিরে গেলেন তাঁর কেরিয়ারের শুরুর দিনের গল্পে, যখন তিনি মাত্র ১৮-১৯ বছরের। সেই সময় কীভাবে ব্যক্তিগত স্তরে সমালোচনার শিকার হতে হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন তিনি।
অনন্যা পান্ডে
শেষ আপডেট: 17 May 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার লিলি সিংয়ের সঙ্গে এক খোলামেলা আড্ডায় দেখা গেল অভিনেত্রীকে। অনন্যা পান্ডে ফিরে গেলেন তাঁর কেরিয়ারের শুরুর দিনের গল্পে, যখন তিনি মাত্র ১৮-১৯ বছরের। সেই সময় কীভাবে ব্যক্তিগত স্তরে সমালোচনার শিকার হতে হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন তিনি।
‘আমি তখন খুবই রোগা ছিলাম, আর সবাই তা নিয়ে হাসাহাসি করত। কেউ বলত আমার চিকেন লেগস, কেউ বলত দেশলাই কাঠির মতো দেখতে, কারওর কথা ছিল আমার বুক নেই, পশ্চাৎদেশ দেখতে সুন্দর নয়,’ বললেন অনন্যা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীরের গঠন বদলালেও বন্ধ হয়নি কটাক্ষ। ‘তারপর আবার বলা শুরু হল— না না, নিশ্চয়ই সার্জারি করিয়েছে, ওর বুক বা পশ্চাৎদেশ সত্যিকারের নয়। মানে, কখনওই জেতা যায় না। মানুষ সবসময় কিছু না কিছু বলবেই, সমালোচনা করবেই,’ বললেন তিনি, এবং যোগ করলেন, ‘এই ব্যাপারটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই হয়। ছেলেদের তো এভাবে কিছু বলা হয় না।’
২৫ বছর বয়সী এই অভিনেত্রী স্বীকার করলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিও এই অযৌক্তিক সৌন্দর্যের মানদণ্ড তৈরিতে বড় ভূমিকা রাখে। ‘আমাদেরও দোষ রয়েছে, কারণ আমরা এমন সিনেমা করি যেখানে মেয়েরা ঘুম থেকে উঠলেও, দেখা যায় পরিপাটি চুলে, সাজগোজে— এটা তো একেবারেই বাস্তব নয়। কিন্তু এই বার্তা আমরা সিনেমার মাধ্যমে দিয়ে ফেলি,’ বলেন অনন্যা।
এই ঝকঝকে অথচ অবাস্তব ছবির বিপরীতে তিনি বাস্তবতার গুরুত্ব তুলে ধরেন। ‘এই ভারসাম্যটা কোথাও না কোথাও রাখতে হবে। কথা বলতে হবে, জানাতে হবে যে সিনেমার মতো বাস্তব জীবন নয়। আমাদেরও এমন দেখা যায় না, ক্যামেরার বাইরে আমি সেটা বজায় রাখার চেষ্টা করি।’
কাজের দিকে, অনন্যা এখন ব্যস্ত করণ জোহরের ধর্মা প্রোডাকশনের রোম্যান্টিক ড্রামা 'চাঁদ মেরা দিল' নিয়ে, যেখানে তার বিপরীতে থাকছেন অভিনেতা লক্ষ্য। ইতিমধ্যেই ছবিটি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। সেই সঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ কল মি বে-র দ্বিতীয় সিজনে 'বেলা ওরফে বে' চরিত্রে ফিরে আসছেন অনন্যা, যা প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।