শেষ আপডেট: 18th September 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো: ওয়েব সিরিজ় ‘কল মি বে’ মুক্তি পাওয়ার পর থেকেও চর্চায় অনন্যা পাণ্ডে। এদিকে অম্বানীদের সংস্থার কর্মীর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী, এমনটাও শোনা যাচ্ছে কানাঘুষো। এক কথায় সব মিলিয়ে সময়টা ভালই কাটছে তাঁর।
তবে বছরের শুরু থেকেই যে তাঁর এমনটাই কেটেছে, তা কিন্তু নয়। আদিত্য রয় কপূরের সঙ্গে ২ বছরের সম্পর্ক ভেঙেছে। ফলে মন ভাল নেই অনন্যার। তিনি নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, 'মন ভাঙলে, কোনও সম্পর্ক শেষ হলে তিনি কী করেন?'
উত্তরে তিনি বলেন, 'মন ভাঙলে কয়েকটি বাঁধা ধরা গান আছে, সেগুলোই শুনতে পছন্দ করি। আইসক্রিম খাই, অরিজিৎ সিংহের গান শুনি। আর কুছ কুছ হোতা হ্যায় দেখি। মন ভাল হয়ে যায়। ‘আশিকি ২’-এর গান শুনি। বেশ ভাললাগে।'
মন ভাঙার পরেও আদিত্যেরই জনপ্রিয় ছবিতে নিজেকে মত্ত রাখেন অনন্যা। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'মন খারাপ হলে সবচেয়ে বেশি শুনি ‘কিঁউকি তুমহি হো’। শুধু আমি না, আমার তো মনে হয়, মন ভাঙলে এর থেকে ভাল গান হতেই পারে না।'
এদিকে জুলাই মাসে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের সব ক'টা অনুষ্ঠানেই গিয়েছিলেন অনন্যা। তবে বিয়েতে আসার আগে থেকেই নাকি অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম শুরু হয়। অনন্ত-রাধিকার প্রাক্-বিবাহ ক্রুজ় পার্টিতেই তাঁদের প্রথম দেখা হয়।