অনন্তর গায়ে হলুদে সলমন-রণবীর।
শেষ আপডেট: 9th July 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাস ধরেই তাঁদের বিয়ের ফুল ফুটছে তো ফুটছে। দেশে-বিদেশে কয়েক দফায় পালিত হয়েছে একাধিক প্রাক-বিবাহ অনুষ্ঠান। বিলাস-বৈভব উপচে পড়েছে সমস্ত অনুষ্ঠানে। এবার এসে গেছে বিয়ে, ১২ তারিখে মুম্বইয়ে হবে সেই অনুষ্ঠান। তবে বিয়ের আগেও রয়েছে নানা অনুষ্ঠান। এমনই এক অনুষ্ঠান 'হলদি' অর্থাৎ গায়ে হলুদ অনুষ্ঠিত হল সোমবার।
মুকেশ আম্বানির প্রাসাদ অ্যান্টিলিয়াতে আয়োজিত এই হলদিতে দেখা গেল প্রায় গোটা বলিউডকেই। একদিকে উদিত নারায়ণ গাইলেন একের পর এক নয়ের দশকের হিট গান, আরেকদিকে নাচলেন সলমন থেকে রণবীর সিং-- সকলে। সকাল থেকে অনুষ্ঠানে আনন্দ করে, সারা গায়ে হলুদ মেখে কাটালেন দিনভর।
এদিন সলমন খানকে ঘন নীল রঙের একটি পাঞ্জাবি পরে আসতে দেখা যায় অনুষ্ঠানে। তবে আসার পরে পোশাক বদলে যায় তাঁর, থিমের সঙ্গে মিলিয়ে হলুদ কুর্তাই পরে নেন তিনি।
View this post on Instagram
হবু বাবা রণবীর সিংয়ের হলুদে মোড়া ছবি তো রীতিমতো ভাইরাল হয়ে যায়। তাঁকে পান খেতে দেখা যায়। তার পরে গাড়িতে ওঠার সময়ে সাংবাদিকদের পোজও দেন তিনি।
View this post on Instagram
এছাড়াও হলুদ শাড়ি ও ম্যাচিং ব্লাউজে এসেছিলেন নববধূ রাধিকা বণিকের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা জাহ্নবী কাপুর, তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া এবং বাবা বনি কাপুর।
View this post on Instagram
জাহ্নবীর পাশাপাশি এসেছিলেন সারা আলি খান এবং অনন্যা পান্ডেও। তাঁরা অবশ্য লাল লেহেঙ্গা ও পিচ রঙের আনারকলি সালোয়ারেই ছিলেন। অন্যান্য বলিউড সেলিব্রিটিদের মধ্যে ছিলেন মানুশি চিল্লার, রাহুল বৈদ্য, দিশা পারমার প্রমুখ।
View this post on Instagram
মুকেশ আম্বানির ভাই অর্থাৎ অনন্তর কাকা অনিল আম্বানি এবং তার স্ত্রী টিনা আম্বানিও অনুষ্ঠানে এসে হলুদে ঢেকে যান। আসলে হলুদ পোশাক এবং সাজের একটি মেকওভারের ব্যবস্থা রাখাই হয়েছিল আম্বানির বাড়ির তরফ থেকে।
View this post on Instagram
অন্যদিকে কনের বাড়ির তরফ থেকে ঠিক করা হয়েছিল পায়জামা থিম। সঙ্গে সকলে পরেছিলেন নীল রঙের টি-শার্ট, যাতে লেখা এ এবং আর। আর্চিস অভিনেতা ভেদাঙ্গ রায়না এবং তাঁর বান্ধবী খুশি কাপুরকে সেই ম্যাচিং নীল টি-শার্ট এবং পায়জামা পরে অনুষ্ঠান থেকে বেরোতে দেখা যায়।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গায়ক উদিত নারায়ণ এবং কুমার শানুর গান, যা তাঁরা অনন্তের হলদি অনুষ্ঠানে পারফর্ম করেছেন। 'দো দিল মিল রাহে হ্যায়', 'ম্যায় ইয়াহাঁ হুঁ ইয়াহাঁ', 'দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে'-- নয়ের দশকের এই সমস্ত জনপ্রিয় গান গেয়েছেন তাঁরা।