শেষ আপডেট: 23rd September 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো: ফের একসঙ্গে ফিরছে ছোটো পর্দার হিট জুটি অন্বেষা-ঋত্বিক। এবার তাঁদের দেখা যাবে নীলাঞ্জনা সেনগুপ্তর নতুন প্রযোজনা সংস্থার ধারাবাহিক 'আনন্দী'-তে।
গত মাসের মাঝামাঝি সময়ে সামনে এসেছিল আনন্দীর প্রোমো। তারপর থেকেই অধীর আগ্রহে চলেছে অপেক্ষা। কবে দেখা যাবে 'এই পথ যদি না শেষ হয়'-এর উর্মি-সাত্যকিকে একসঙ্গে, সেই নিয়ে কৌতুহল ছিল দর্শক মহলে। পরে জানা যায়, সেপ্টেম্বরেই অন এয়ার হবে এই মেগা।
সেই মতো সোমবার সন্ধে ৬.৩০ থেকে শুরু হবে আনন্দীর পথচলা। চিকিৎসক 'আদিদেব লাহিড়ী'-র ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে। মুখ্য চরিত্রে রয়েছেন অন্বেষা। আনন্দীর সঙ্গেই নতুন ভাবে পথচলা শুরু করছেন নীলাঞ্জনা সেনগুপ্ত।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই সম্প্রতি যীশু উজ্জ্বল প্রোডাকশন হাউস থেকে বেরিয়ে এসে দুই মেয়ের নামে 'নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন হাউজ' খুলেছেন নীলাঞ্জনা। সেই ব্যানারেই তৈরি হয়েছে আনন্দী। এই কাজ নিয়ে উচ্ছ্বসিত তিনিও।
মধ্যবিত্ত পরিবারের মেয়ের ডাক্তার হয়ে ওঠার স্বপ্ন, বাবার মৃত্যু ও জোর করে ডাক্তারের বদলে নার্স হওয়া, প্লট শুরু এখান থেকেই। পরে আদিদেব লাহিড়ীর সঙ্গে দেখা, ভুল বোঝাবুঝিতে প্লটের টুইস্ট। মাঝে রয়েছে সম্পর্কের ওঠা পড়া। বাকিটা জানার জন্য আজ থেকে চোখ রাখতে হবে জি বাংলায়।
এবিষয়ে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইসের নর্থ ইস্টের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ বলেন, 'একজন মেয়ের পরিবার, ভালবাসা ও ন্যায়বিচারের লড়াই নিয়ে এই মেগা। আনন্দীর গল্প অনেককে অনুপ্রাণিত করবে আমি জানি।'