শেষ আপডেট: 8th April 2022 10:04
সাহিত্য সম্রাট ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ ১২৮তম মৃত্যুবার্ষিকী। তাঁর লেখা সাড়া জাগানো উপন্যাস আনন্দমঠ (Anandamath) এবারে বাংলায় নয়, দক্ষিণ-পশ্চিম ভারতের বিখ্যাত কাহিনিকার তথা চিত্রনাট্যকার কে ভি বিজেন্দ্র প্রসাদের হাত ধরে সেলুলয়েডে বন্দি হতে চলেছে।
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের পটভূমি ছিল রাজনীতি এবং ইতিহাস। আনন্দমঠ উপন্যাসকে তাঁর প্রথম রাজনৈতিক উপন্যাস বলা চলে। দেশাত্মবোধক উপন্যাসও বটে। উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে তিনি লেখা শুরু করেন ১৮৮১ খ্রিস্টাব্দে। ১৮৮২ খ্রিস্টাব্দে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়।
এই উপন্যাসের একদিকে যেমন রয়েছে ছিয়াত্তরের মন্বন্তর অন্যদিকে আবার সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি। আনুমানিক ১৮৭২ খ্রিস্টাব্দ নাগাদ বন্দেমাতরম গানটি তিনি তাঁর বঙ্গদর্শন পত্রিকায় লিখেছিলেন। পরে সুরেন্দ্রনাথের অনুরোধে তিনি দেবী দুর্গার বন্দনাগীতি হিসেবে আনন্দমঠ উপন্যাসে তা সংযোজিত করেন। এই গানটি বঙ্কিমচন্দ্রের অনুরোধে প্রথম সুরারোপ করেছিলেন যদুনাথ ভট্টাচার্য। মূলত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকেই স্বদেশী প্রচারকরা বিপ্লবীদের কাছে বন্দেমাতরাম মন্ত্রে পরিণত হয়। সহস্র কণ্ঠে বন্দেমাতরম ধ্বনি আকাশে বাতাসে মুখরিত হলে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে আনন্দমঠ উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করে এবং বন্দেমাতরম ধ্বনির ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এবারে সেই সন্ন্যাসী ফকির বিদ্রোহের গল্প সেলুলয়েডে। ছবির নাম '১৭৭০-- এক সংগ্রাম'। এই ছবি তামিল, হিন্দি, তেলুগু ভাষায় তৈরি হবে। গল্প লিখবেন 'আরআরআর,' 'বাহুবলি', 'বজরঙ্গি ভাইজান', 'মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি'-খ্যাত কাহিনিকার কেভি বিজেন্দ্র প্রসাদ। পরিচালক এসএস রাজমৌলির বাবা তিনি।
১২৮ বছর ধরে বঙ্কিমচন্দ্র পৃথিবীতে না থাকলেও, তাঁর লেখনী যে আজও প্রাসঙ্গিক এবং সমসাময়িক, তা সুস্পষ্ট। তবে ইতিপূর্বে ১৯৫১ সালে আনন্দমঠ নিয়ে বাংলায় ছবি করেছিলেন পরিচালক সতীশ দাশগুপ্ত। ১৯৫২-তে হিন্দিতে আনন্দমঠ পরিচালনা করেন হেমেন গুপ্ত।
'১৭৭০-- এক সংগ্রাম' ছবির শ্যুটিং শুরু হবে ২০২২ সালের অক্টোবর মাস থেকে। তার আগে ১২০ দিনের প্রি-প্রোডাকশনের কাজ চলবে। তবে ছবির পরিচালক থেকে কাস্টিং সম্পর্কে এখনও পর্যন্ত প্রযোজকেরা কিছু বলতে নারাজ। এসএসআই এন্টারটেইনমেন্ট, পিকে এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবির নির্মাতারা হলেন শৈলেন্দ্র কুমার, সুরজ শর্মা, রামকমল মুখোপাধ্যায় এবং 'জি স্টুডিও'র প্রাক্তন হেড সুজয় কুট্টি।
কেভি বিজেন্দ্র প্রসাদ তথা পরিচালক রাজমৌলির বাবা বলেন, 'সুজয় যখন আমাকে এই ছবির কথা বলেন আমি পিছিয়ে এসেছিলাম। বহু বছর আগে আমি এই উপন্যাস পড়েছি। কিন্তু তদানীন্তন সময়ের প্রেক্ষাপটে যদি ছবি তৈরি করা যায় তবে বর্তমান প্রজন্ম কতটা নিজেকে সম্পৃক্ত করতে পারবে সেই বিষয়ে আমি সন্দীহান ছিলাম । কিন্তু রাম কমল যেভাবে আমাকে উপন্যাস বিশ্লেষণ করে বোঝলেন, আমি সত্যিই অভিভূত। এর পর আমি ছবি লিখতে আগ্রহ বোধ করি। আনন্দমঠ উপন্যাসের চিত্রনাট্য করা যথেষ্ট চ্যালেঞ্জিং।'
জি স্টুডিওর প্রাক্তন হেড সুজয় কুট্টির কথায়, 'আমি খুবই উচ্ছ্বসিত, এরকম একটা ক্লাসিক উপন্যাস নিয়ে আমরা কাজ করতে চলেছি। বন্দেমাতারম আবার রিক্রিয়েট করে স্ক্রিনে আমরা ম্যাজিক সৃষ্টি করতে পারব। যখনই রাম কমল আমাকে এই প্রজেক্টের কথা বলেন, সর্বপ্রথম ছবির চিত্রনাট্যের জন্য বিজেন্দ্র স্যারের কথাই মনে পড়ে। সেই সঙ্গে আমি আরও আনন্দিত, যে শৈলেন্দ্র কে কুমার এবং সুরজ শর্মার মতো অল্পবয়সি নির্মাতারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যাঁরা মনে করে চিত্রনাট্যই হল আসল নায়ক। আমাদের চিত্রনাট্যে প্রথম পর্যায় তৈরি হলে তখনই আমরা ছবির প্রধান কাস্টিং ঘোষণা করব। সেইসঙ্গে রাম কমল জানান, 'ভারতবর্ষের সেরা প্রতিভাদের সঙ্গে কাজ করতে পারব, এই ভেবে আমি ধনী। যেভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সন্ন্যাসীরা রুখে দাঁড়িয়েছিলেন, সেই গল্প সেলুলয়েডের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। সেই কারণেই আনন্দমঠ উপন্যাসকে বেছে নেওয়া।'
ছবির তরুণ এক প্রযোজক সুরাজ শর্মা বলেন, 'আমি বড় হয়েছি লগান, যোধা আকবর, বাহুবলি ছবি দেখে। আমি স্কুলে বঙ্কিমচন্দ্রের কাজ সম্পর্কে অবগত ছিলাম। তবে রাম কমল স্যার যখন আনন্দমঠ উপন্যাসের গল্প বিশ্লেষণ করেন, আমি মুগ্ধ হয়ে যাই, এই ভেবে, যে ভারতবর্ষের স্বনামধন্য সাহিত্যিকদের কলমে ভারতীয় সাহিত্য এত সমৃদ্ধ। আমার বয়স এখন মাত্র একুশ। কিন্তু আমি যে সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বের সঙ্গে এই ছবিটা করতে চলেছি, সে জন্য গর্বিত।'
বিগ বাজেটের এই ছবির শ্যুটিং হায়দরাবাদ ছাড়াও পশ্চিমবঙ্গ ও লন্ডনে হবে। ছবির শ্যুটিং শেষ হতে দেড় বছরের ওপর সময় লাগবে বলে অনুমান। ফলে ২০২৪ সালে ছবি মুক্তি পাবে বলে নির্মাতাদের ধারণা। এখন নির্মাতারা প্রথম পর্যায়ে চিত্রনাট্য তৈরি করার জন্য হায়দরাবাদ, মুম্বই যাতায়াত করছেন। মে মাসের শেষে এই ছবির পোস্টার ও টিজার মুক্তি পাবে।
গার্গীকে ‘মহানন্দা’ করেছেন মেকআপের জাদুকর সোমনাথ, এক্সক্লুসিভ সাক্ষাৎকার দ্য ওয়ালে