শেষ আপডেট: 3rd December 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর জুড়ে খবরের শিরোনামে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। নেপথ্যে তাঁদের ডিভোর্সের গুঞ্জন। টিনসেল টাউনে অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়। দীর্ঘদিন ধরেই তা নিয়ে কানাঘুষো চলছে। অভিষেক এবং ঐশ্বর্যা মধ্যে বিবাহবিচ্ছেদের গুজব গত কয়েক মাস ধরে শিরোনাম হচ্ছে। তবে দুই তারকার কেউই স্পষ্টভাবে তা অস্বীকার না করলেও তাদের কথা ও আচরণের মাধ্যমে দেখিয়েছেন যে এসব গুজব ভিত্তিহীন।
এসবের মাঝে হঠাৎই এক্স হ্যান্ডেলে অমিতাভ একটি শব্দ লেখেন। এই শব্দ ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায়, জল্পনা কল্পনা। অমিতাভ লেখেন, 'চুপ'। শুধু এই একটাই শব্দ। এবার কেন তিনি হঠাৎ এই শব্দটি লিখলেন, তা নিয়েই বিভিন্ন প্রশ্ন জেগেছে নেটিজেনের মধ্যে।
T 5210 - चुप ! ????
— Amitabh Bachchan (@SrBachchan) December 1, 2024
এখানেই শেষ নয়, এরপরে অমিতাভ আরও একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি লেখেন, '‘চুপ চাপ, চিড়ি কা বাপ।' এই হিন্দি প্রবাদের বাংলা অর্থ হল- ‘আপনি কথা বলার জন্য খুব নগণ্য’। এই পোস্ট দেখার পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হইচই। নেটিজেনের মনে প্রশ্ন এখন একটাই, হঠাৎ কেন এমন পোস্ট করলেন বিগ বি?
T 5211 - चुप चाप, चिड़ी का बाप ????????
— Amitabh Bachchan (@SrBachchan) December 2, 2024
এটাই প্রথম নয়, জল্পনার মাঝে আগেও একবার মুখ খুলেছিলেন বিগ বি। জানিয়েছিলেন, যখনই কোনও কিছু বলার পরে প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার হয়, তার মানেই সেটা সত্যি নয়। আর যেটা সত্যি নয় অর্থাৎ যে কথার মধ্যে সন্দেহ রয়েছে, তা গণমাধ্যমে চেপে দেওয়া মোটেই সঠিক কাজ নয়। তবে যত দিন যাচ্ছে, ততই বাড়ছে এই জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরে এখন একটাই 'হট টপিক'। জুনিয়র বচ্চন আর রাই সুন্দরীর সম্পর্ক নাকি একেবারে তলানিতে এসে ঠেকেছে। বৈবাহিক জীবনে ঝড় উঠেছে বলেই গুঞ্জন।