শেষ আপডেট: 3rd January 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: বচ্চন পরিবারের অন্দরে এই মুহূর্তে যে কী হচ্ছে তা নিয়ে জল্পনার শেষ নেই। বিগত এক বছর ধরেই শোনা যাচ্ছে অভিষেক ও ঐশ্বর্যার নাকি বিচ্ছেদ হতে চলেছে। রটেছে অভিনেত্রী নিমরত কউরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক।
এ নিয়ে যখন জোর আলোচনা ঠিক তখনই ভাইরাল হয়েছে অমিতাভের এক পুরনো টুইট (এক্স)। যা দেখে নেটিজেনদের একাংশের ধারণা, সম্পর্কের অবনতি আজকের নয়! শুরুটা হয়েছিল বহুদিন আগেই।
পুরনো টুইটে কী লিখেছিলেন অমিতাভ? সে দিন ছিল করওয়াচৌথ। সেই প্রসঙ্গই টেনে এনে অমিতাভ লিখেছিলেন, "শুটিংয়ে জন্য অভিষেক দেশের বাইরে। করওয়াচৌথে স্বামীর মুখ স্কাইপে দেখছে ঐশ্বর্যা। সত্যি কী দুনিয়ায় বাস করছি!"
এরপরেই নেটিজেনদের একটা বড় অংশের অভিমত, প্রথম থেকেই ঐশ্বর্যাকে আপন করে নিতেই পারেনি বচ্চন পরিবার! তার ঝলকই ফুটে উঠেছে অমিতাভ ভাইরাল হওয়া এই পুরনো টুইটে।
শোনা যাচ্ছে, বিগত বেশ কিছু সময় ধরেই মেয়েকে নিয়ে মায়ের কাছে রয়েছেন ঐশ্বর্যা। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল তাঁদের একমাত্র কন্যা আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠান। অম্বানিদের স্কুলে পড়ে আরাধ্যা। সেই অনুষ্ঠানে যদিও একসঙ্গে হাজির হন অভিষেক-ঐশ্বর্যা। তবে এর কিছু দিন পরেই বচ্চন পরিবারের ম্যানেজারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে জয়া-অমিতাভ ও অভিষেক হাজির থাকলেও দেখা যায়নি আরাধ্যা ও ঐশ্বর্যাকে।