Latest News

অমিতাভ বচ্চন আসছেন কলকাতা চলচ্চিত্র উৎসবে, সঙ্গে জয়াও! শাহরুখ কি থাকবেন

দ্য ওয়াল ব্যুরো: এবছর আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (Kolkata International Film Festival)। বছর শেষেই বসবে এই আসর। আগামী ১৫ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই হাজির থাকবেন সস্ত্রীক অমিতাভ বচ্চন। কোভিড পরবর্তী সময়ে এই প্রথম চলচ্চিত্র উৎসবে আসছেন বাংলার জামাই।

এর আগে বেশ কয়েকবার চলচ্চিত্র উৎসবে এসেছেন অমিতাভ বচ্চন (Amithabh Bachchan)। প্রধান অতিথির আসন আলোকিত করেন তিনি। শুধু একা অমিতাভ নয়, বহু বলি তারকাকেই দেখা গেছে কলকাতা চলচ্চিত্র উৎসবে। এসেছেন শাহরুখ খানও। তবে এবার কি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে দেখা যাবে?

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘এবার অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আসবেন। শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হয়েছে, এখনো কনফার্মেশন কিছু আসেনি।’ যদি শাহরুখ আসেন তো ফের একবার চাঁদের হাট বসবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

আগামী ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে করোনা পরিস্থিতির জন্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করা যায়নি। যা শেষ অবধি পিছিয়ে এপ্রিলে আয়োজিত হয়। তবে তখনও রাজ্যের করোনা ভাইরাসের প্রকোপ থাকায় উৎসবের ছন্দপতন ঘটে। মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে আয়োজিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এরপর থেকেই করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তাই ডিসেম্বরে ২৮তম ফিল্ম ফেস্টিভ্যাল যে ফের চেনা রূপেই ফিরতে চলেছে, তা জলের মতো পরিষ্কার।

মণীশ জৈন গেলেন হাইকোর্টে, কিন্তু শিক্ষাসচিবের সঙ্গে দেখা করলেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়! কেন

You might also like