শেষ আপডেট: 27th January 2025 23:57
দ্য ওয়াল ব্যুরো: বচ্চন পরিবারের অন্দরের খবর প্রায় সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি, অমিতাভ বচ্চনের এক বিশেষ সোশ্যাল মিডিয়া পোস্টে যখন তাঁর ছেলে অভিষেক বচ্চনের কথা উঠে আসে, তখন তা সবার নজর কাড়ে। এই পোস্টে বিগ বি প্রকাশ করেন, তিনি তার পুত্রের জন্য গর্বিত। এক অদ্ভুত কারণে, অমিতাভের এই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
এমনকি অভিষেকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমানে শেয়ার হয়, যেখানে তিনি নিজের অভিনয় প্রস্তুতির জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। ভিডিওটি দেখে সবাই অভিষেকের অবস্থা নিয়ে চিন্তা করতে বাধ্য।
your dedication is incomparable .. you are the most hard working actor and are truly the bearer of greatness ..
— Amitabh Bachchan (@SrBachchan) January 26, 2025
my prayers ever with you .. धन्य हूँ मैं की तुम मेरे बेटे हो ❤️ https://t.co/SMQTKm8mWb
‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য কঠোর পরিশ্রম করছেন জুনিয়র বচ্চন, যার ফলে তার চরিত্র অর্জুন সেনের যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে। তাঁর এই দুঃখ-সন্তাপ দেখে, ভক্তরা প্রশ্ন তুলছেন, এই পরিস্থিতি কীভাবে তৈরি হল?
অভিষেকের এই পরিশ্রম দেখে তার বাবা অমিতাভ বচ্চন আবেগপ্রবণ হয়ে পড়ে। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'তোমার ডেডিকেশন অতুলনীয়, তুমি সত্যিই পরিশ্রমী অভিনেতা। তোমার প্রশংসা করতেই হয়।' আরও বলেন, 'আমার প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে, তোমায় সন্তান হিসেবে পেয়ে আমি ধন্য।' অভিষেকের এই অবিশ্বাস্য পরিশ্রম দেখে, তাঁর ভক্তরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।