শেষ আপডেট: 23rd January 2025 00:26
দ্য ওয়াল ব্য়ুরো: মুম্বইয়ে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন বিগ বি। ওশিওয়ারায় অবস্থিত ওই অ্যাপার্টমেন্টটির দাম উঠেছে ৮৩ কোটি টাকা। কোভিডের সময় অর্থাৎ ২০২১-এ সেটি মাত্র ৩১ কোটি টাকায় কিনেছিলেন অভিনেতা। কেন হঠাৎ নতুন কেনা অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন? জল্পনা শুরু বলিউডে। অনেকেই মনে করছেন, আর্থিক কোনও সমস্যায় পড়ে এই ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। কিন্তু বেশিরভাগের মতেই, ৩১ কোটি দিয়ে কিনে ৮৪ কোটিতে বেচলেন। কতোটা লাভবান হলেন তিনি। এভাবেই তো টাকা বাড়ে। এটা ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগানো ছাড়া আর কিছু নয়।
এক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ক্রিস্টাল গ্রুপের 'দ্য আটলান্টিস' প্রজেক্টের অধীনে তৈরি হয়। ১.৫৫ একর জমির ওপর রয়েছে অ্যাপার্টমেন্টটি। ৪, ৫ ও ৬ বিএইচকে অ্যাপার্টমেন্ট রয়েছে এতে। ২০২১ সালে কেনা অ্যাপার্টমেন্ট ১৬৮ শতাংশ লাভে বিক্রি করলেন অভিনেতা। চলতি মাসে প্রপার্টি রেজিস্ট্রেশন ডকুমেন্টসের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরিত হয়।
অ্যাপার্টমেন্টটি বিক্রির আগে অমিতাভ বচ্চন ২০২১ সালের নভেম্বর মাসে বাড়িটি অভিনেত্রী কৃতি শ্যাননকে ভাড়া দিয়েছিলেন। কৃতি প্রতি মাসে ১০ লাখ টাকা ভাড়া দিতেন এবং সিকিওরিটি ডিপোজিট হিসেবে ৬০ লাখ টাকা দিয়েছিলেন।
ওই অ্যাপার্টমেন্টের বিল্ড-আপ এলাকা ছিল ৫৭০৪ বর্গফুট এবং কার্পেট এলাকা ছিল ৫১৮৫ বর্গফুট। ওশিওয়ারায় এই একটি মাত্র সম্পত্তি বচ্চন পরিবারের বিশেষ করে অমিতাভ বচ্চনের ছিল এমন নয়। তথ্য বলছে, ২০২৪ সালে তিনি এবং তাঁর পরিবার মুম্বইয়ের এই বিলাসবহুল জায়গায় ১০০ কোটি টাকা রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন। একই বছর অমিতাভ এবং অভিষেক বচ্চন মুম্বইয়ের মালান্দে ২৪.৯৫ কোটি টাকায় ১০টি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
বচ্চন পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৬০০ কোটি টাকা। তাঁদের মালিকানাধীন পাঁচটি বাংলো রয়েছে মুম্বইয়ে। জালসা, প্রতীক্ষা, বিতাস, জনক এবং জালসার পেছনে ৮,০০০ বর্গফুটের একটি বাড়ি।