অভিষেক-ঐশ্বর্যার সঙ্গে অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।
শেষ আপডেট: 9th December 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক-ঐশ্বর্যার বিবাহিত জীবন শেষমেশ কোথায় গিয়ে পৌঁছবে, তাই নিয়ে বি-টাউনের অন্দরে জল্পনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন এমন পর্যায়ে পৌঁছেছে, যেন বিচ্ছেদ প্রায় হয়েই গেছে। আর এসবের মাঝেই শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তাঁর ব্লগে এবং সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কথা লিখেছেন, তা যেন আগুনে ঘি ঢেলেছে।
অমিতাভ তাঁর নতুন ব্লগে লিখেছেন, ‘দুনিয়ায় বোকা লোকের অভাব নেই। তারা নিজেদের ভুল ঢাকতে অন্যের নিয়ে মিথ্যা কথা রটায়।’ আর একটি টুইটে তিনি বলেছেন, ‘মানুষ নিজের সুবিধামতো সবকিছুতে মানে বের করে, নিজের ব্যক্তিগত দুঃখ ঢাকতে।’
এখন, এই টুইটের অর্থ কী? এই নিয়েই ভক্ত-অনুগামীদের কপালে চিন্তার ভাঁজ! অনেকেই মনে করছেন, এটা সরাসরি অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদ গুঞ্জনকে কেন্দ্র করেই লেখা।
T 5216 - बनाने वाले जो हर शब्द का अपना ही अर्थ निकलते हैं , अपने निजी जीवन के अनर्थ को छिपाते हैं ????
— Amitabh Bachchan (@SrBachchan) December 7, 2024
কয়েক দিন আগে এক্স হ্যান্ডেলে অমিতাভ হঠাৎই আরও একটি শব্দ লিখেছিলেন। সেই শব্দ ঘিরেও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায়, জল্পনা-কল্পনা। অমিতাভ লেখেন, 'চুপ'। শুধু এই একটাই শব্দ।
এখানেই শেষ নয়, এরপরে অমিতাভ আরও একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি লেখেন, '‘চুপ চাপ, চিড়ি কা বাপ।' এই হিন্দি প্রবাদের বাংলা অর্থ হল- ‘আপনি কথা বলার জন্য খুব নগণ্য’। এই পোস্ট দেখার পরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। নেটিজেনের মনে প্রশ্ন জাগে, হঠাৎ কেন এমন পোস্ট করলেন বিগ বি?
সেই রেশ কাটতে না কাটতেই ফের ‘বোকা’দের উদ্দেশ্য করে দু’কলম লিখে বসলেন অমিতাভ।
প্রসঙ্গত, অভিষেক আর ঐশ্বর্যা ২০০৭ সালে বিয়ে করেন। তাঁদের একমাত্র মেয়ে, আরাধ্যা বচ্চন, জন্ম নেন ২০১১ সালে। এতদিন তাঁরা বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন।
তবে গুঞ্জন শুরু হয়েছিল এবছরের জুলাইয়ে, অনন্ত আম্বানির বিয়েতে। অভিষেক আর ঐশ্বর্যা একসঙ্গে না গিয়ে আলাদা আলাদা গিয়েছিলেন সেখানে। এরপরেই অভিষেক একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেন, যাতে ‘ধূসর বিচ্ছেদ’ নিয়ে আলোচনা ছিল। ‘দীর্ঘ বিবাহিত জীবনের পর কেন দম্পতিরা আলাদা হচ্ছেন?’—এই মর্মের একটি পোস্টে অভিষেকের লাইক যেন ফ্যানদের মনে সন্দেহের বীজ পুঁতে দেয়।
এই পরিস্থিতিতে গল্পের গরু গাছে চড়ে। বলিউডের গসিপ তো এমনিতেই মশলাদার, আর তার সঙ্গে বচ্চন পরিবারের নাম জুড়ে গেলে তো কথাই নেই! গুঞ্জনের আসল সত্যি জানার জন্যই এখন অপেক্ষায় সকলে।