অমিতাভ
শেষ আপডেট: 10th April 2025 17:02
দ্য ওয়াল ব্যুরো: যখনই বিগ বি কোনও অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন, তখন তিনি তাঁর প্রশংসায় ফুলের তোড়া সঙ্গে হাতে লেখা এক চিঠি দিয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন যে তিনি একবার এক অভিনেত্রীকে গোলাপে ঢাকা গোটা একটি ট্রাক উপহারস্বরূপ পাঠিয়েছিলেন?
নাহ তিনি, স্ত্রী জয়া বচ্চন নন। তিনি হলেন শ্রীদেবী। অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী এক সময়ে চুটিয়ে রূপোলী পর্দা মাতিয়ে দিয়ে ছিলেন। শ্রীদেবী যখন বলিউড সুপারস্টার, তখন অমিতাভ ছিলেন অ্যাংরি ইয়ং ম্যান। ‘খুদা গাওয়া’ ছবিতে একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করে ছিলেন তাঁরা। কিন্তু প্রথম দিকে, শ্রীদেবী ছবিতে অভিনয় করতে চাননি, কারণ তাঁর মনে হয়েছিল, অমিতাভের উচ্চতা তাঁকে অভিনয়কে ছাপিয়ে যাবে। তিনি চেয়েছিলেন নারী-কেন্দ্রিক চরিত্রে অভিনয় করতে, কারওর অধীনে থেকে নয়।
শ্রীদেবীকে বোঝানোর জন্য, অমিতাভ বচ্চন একটি বড় পদক্ষেপ করেন। কোরিওগ্রাফার সরোজ খান এই ঘটনাটি প্রকাশ করেন যখন শ্রীদেবীর সেটে ঢোকার আগে, তার আগে এক গোলাপ ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকে। ট্রাকের শিরোনামে লেখা ছিল, ‘শাওয়ারিং শ্রীদেবী উইদ শাওয়ার্স’।
অমিতাভ বচ্চনের এই উপহার শ্রীদেবীর মনে প্রভাব ফেলে। কিন্তু তখনও তিনি ‘খুদা গাওয়া’ ছবিতে অভিনয় করতে রাজি হননি। এরপর তিনি প্রযোজকদের কাছে অমিতাভ বচ্চনের স্ত্রী এবং মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ দিতে বলেন। ফিল্ম নির্মাতা মনোজ দেশাই এবং মুকুল আনন্দ তাঁর দাবিতে রাজি হন।
‘খুদা গাওয়া’ ১৯৯২ সালে মুক্তি পায়। অমিতাভ বচ্চন বাদশা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন। শ্রীদেবী বেনজির এবং মেহেন্দির ভূমিকায় অভিনয় করেছিলেন। নাগার্জুন, শিল্পা শিরোদকর, ড্যানি ডেনজংপা, কিরণ কুমার এবং অন্যান্য বড় তারকারাও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। ছবিটি সে বছরের তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা বলে জানা গেছে।
অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী ‘ইনকিলাব’, ‘আখরি রাস্তা’ এবং আরও অনেক সিনেমায় স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছিলেন। এমনকি শ্রীদেবীর ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতেও অমিতাভ বচ্চন অতিথি চরিত্রে অভিনয় করেন।