শেষ আপডেট: 18th September 2023 11:56
দ্য ওয়াল ব্যুরো: তিনি ভারতের অন্যতম নামী সুপারস্টার। ২ দশকেরও বেশি সময় ধরে তিনি নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়্যালিটি শো-এর ভার। কুইজভিত্তিক এই গেম শো-টির প্রতিটি সিজন তাঁর সঞ্চালনায় আকর্ষণীয় হয়ে ওঠে। প্রতিযোগীদের (KBC contestant) সঙ্গে তাঁর ব্যবহারও একেবারে বন্ধুর মতো। এর আগে প্রায়ই নানা মজার কথায় অথবা আচার ব্যবহারে নেটিজেনদের মন জিতেছেন অমিতাভ (Amitabh Bachchan)। তবে এবার যে কাজটি তিনি করলেন তাতে তাঁর উদার মনের পরিচয় আরও একবার পেলেন সকলে।
কিন্তু আচমকা কেন নিজের কোট প্রতিযোগীকে দিচ্ছেন তিনি?
বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ৭ কোটি টাকার প্রশ্নের মুখোমুখি হওয়ার আগে অমিতাভ জিজ্ঞেস করছেন ওই প্রতিযোগী উত্তর দিতে প্রস্তুত কিনা, তখন আচমকাই ওই প্রতিযোগী বলে বসেন, তাঁর খুব শীত করছে। এই কথা শুনে শাহেনশা সেটে উপস্থিত সদস্যদের নির্দেশ দেন যে জ্যাকেটটি পরে তিনি শ্যুটিংয়ে এসেছেন সেটি ওই প্রতিযোগীকে দিতে।
সাদা রঙের সেই কোটটি নিজে হাতেই অমিতাভ পরিয়ে দেন জস্নীলকে। এরপর বিগ বি বলেন, 'কোটটি তো এবার তোমারই হয়ে গেল।' প্রথমে সেই কথা শুনে বিশ্বাস করতে পারেননি সেই প্রতিযোগী। বিগ বি-কে অবিশ্বাসের সুরে প্রশ্ন করেন, 'সত্যি!' তবে অচিরেই তিনি বোঝেন যে বিগ-বির নিজস্ব কোট সত্যিই উপহার পেয়েছেন তিনি। বাকি পর্ব সেই কোটটি গায়ে জড়িয়েই একাধিক প্রশ্নের উত্তর দেন জস্নীল।
প্রসঙ্গত, চলতি সিজনে জস্নীল এই নিয়ে দ্বিতীয় ব্যক্তি যিনি এক কোটি টাকা জিতেছেন। এখন দেখার তিনি সর্বোচ্চ ৭ কোটি টাকা জিততে পারেন কিনা। প্রসঙ্গত, এর আগে যশকরণ কৌন বনেগা ক্রোড়পতির চলতি সিজনের প্রথম কোটি টাকা বিজেতা। ইতিমধ্যেই দ্বিতীয় ক্রোড়পতিও পাওয়া গেল। তবে সর্বোচ্চ ৭ কোটি টাকার শিকে কার ভাগ্যে ছেঁড়ে সেটাই প্রশ্ন।
‘আরে মিঞা, কী ব্যাপার? এ তো পুরো ম্যাজিক’, সিরাজের দরাজ প্রশংসায় বিরাট পত্নী