শেষ আপডেট: 17th February 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের শাহেনশাহ বলতে একজনকেই বোঝায়, তিনি অমিতাভ বচ্চন। 'সাত হিন্দুস্থানি' ছবি দিয়ে অভিষেক হয়েছিল বিগ বি-র। তারপর কেটে গেছে পঞ্চান্নটা বছর। সেই উপলক্ষ্যে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের এআই ভার্সনের ছবি।
প্রথম সিনেমা নিয়ে একটি রিয়ালিটি শো-তে স্মৃতিচারণ করেছিলেন অভিনেতা। 'কৌন বানেগা ক্রোড়পতি'-র ১৩তম সিজনে বলেন তাঁর প্রথম দিনের অডিশনের কথা। জানান 'সাত হিন্দুস্থানি'-র পরিচালক খাজা আহমেদ আব্বাস ওঁর সঙ্গে কথা বলে জানতে পারেন অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন। সঙ্গে সঙ্গে অমিতাভের বাবাকে ফোন করেন পরিচালক।
স্মৃতিচারণ করতে গিয়ে বিগ-বি বলেন, 'অডিশনে যাওয়ার পর তিনি প্রথমে আমার নাম জিজ্ঞেস করেছিলেন। তারপরেই বাবার নাম জিজ্ঞেস করেন। আর নাম শুনেই আমাকে বাইরে অপেক্ষা করতে বলেন আর বাবাকে ফোন করেন। তিনি ভেবেছিলেন আমি বাড়িতে কাউকে না বলে অডিশন দিতে গেছি।'
View this post on Instagram
হিন্দি ছবির অ্যাংরি ইয়ং ম্যান বলেই পরিচিত ছিলেন তিনি। বয়স এখন ৮১, তবুও একই রকম উদ্দীপনা নিয়ে কাজ করে চলেছেন অমিতাভ। যুগের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। তাই পিঙ্ক, বদলা, গুলাবো সিতাবো-র মতো ছবিতে অভিনয় করেছেন।
চলতি বছরে পরিচালক নাগ অশ্বিনীর ছবি 'কলকি ২৮৯৮' ছবিতে তাঁকে দেখা যাবে। এছাড়াও সুপারস্টার রজনীকান্তের সঙ্গে 'ভেত্তিয়া' ছবিতেও দেখা মিলবে অমিতাভের।