শেষ আপডেট: 14th March 2025 10:04
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্দরমহলে প্রেম, রাগ, অভিমান—সবই যেন সিনেমার গল্পকেও হার মানায়। এমনই এক চর্চিত ঘটনা হল রানি মুখোপাধ্যায়ের সেই বিতর্কিত চুমুর দৃশ্য, যা একসময় নাকি অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরায়। শোনা যায়, প্রেমিকার ঠোঁটে নিজের বাবার চুম্বন দৃশ্য মেনে নিতে পারেননি অভিষেক। এমনকি এই ঘটনায় নাকি অসন্তুষ্ট হয়েছিলেন জয়া বচ্চনও।
বলিপাড়ায় তখন জোর চর্চা চলেছিল এই নিয়ে। এবার বলা যাক পুরো গল্প। ঘটনাটি ২০০৫ সালের। ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির ছবি ‘ব্ল্যাক’। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন। ছবিতে এক গভীর চুম্বন দৃশ্যে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। বাবা ও প্রেমিকার এমন অন্তরঙ্গ দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তি বোধ করেছিলেন অভিষেক বচ্চন।
ছবি মুক্তির পর রানির অসাধারণ অভিনয়ের প্রশংসা হলেও, আলোচনার কেন্দ্রে ছিল সেই চুমুর দৃশ্য। বলিপাড়ার গুঞ্জন, এই দৃশ্য মেনে নিতে পারেননি অভিষেক। প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। অনেকের মতে, তাঁদের ব্রেকআপের অন্যতম কারণ ছিল এই বিতর্কিত দৃশ্য। যদিও রানি, অভিষেক কিংবা অমিতাভ—কেউই এই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি।
বর্তমানে দুজনেই নিজের জীবনে নতুন পথে হাঁটছেন। অভিষেক বিয়ে করেছেন ঐশ্বর্যা রাই বচ্চনকে, আর রানি সুখে সংসার করছেন পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে। অতীতের সেই বিতর্ক এখন শুধুই স্মৃতি, তবে বলিউডের অন্দরমহলে এই গল্প আজও রয়ে গিয়েছে আলোচনার বিষয়।