শেষ আপডেট: 17th March 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে’। অবশেষে নিজের ষাট বছরের জন্মদিনের ঠিক আগে প্রেমিকা গৌরীর (Amir Khan's new girlfriend) কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা আমির খান। গুঞ্জন আগে থেকেই ছিল, তবে এবার আমির নিজের মুখে প্রেমিকার নাম সামনে আনতেই মিডিয়ার প্রশ্নের মুখোমুখি অভিনেতা।
নানা প্রশ্নের মাঝেই ঘনিয়ে উঠল কৌতুক। শাহরুখ আর আমিরের পরে কি তাহলে সলমনও (Salman Khan) খুঁজে নেবেন তাঁর ‘গৌরী’কে? সত্যি বলতে, তিন নম্বর খানের প্রেমজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের চিন্তার শেষ নেই। কেউ প্রেমে পড়লেই তাঁরাও ভাবতে শুরু করেন, কবে সিঙ্গল থেকে মিঙ্গল হবেন তাঁদের ভাইজানও। গৌরীর প্রসঙ্গে এই নিয়ে কথা উঠতে, তার জবাবও আমির (Amir Khan) দিলেন সহাস্যে।
সম্প্রতি মুম্বই তাজ হোটেলের এক প্রেস মিটের পর আমিরকে প্রশ্ন করেন এক সাংবাদিক, ‘তাহলে কি এবার সলমনেরও তাঁর গৌরীকে খুঁজে নেওয়া উচিত?’ সকৌতুকে আমিরের উত্তর, ‘সলমন কী খুঁজবে আর?’
এর পরে ফের তাঁকে প্রশ্ন করা হয়, সলমন কি তাঁর এবং শাহরুখের কাছ থেকে প্রেম সংক্রান্ত কোনও পরামর্শ নেন? উত্তরে আবার আমির বলেন, ‘সলমন নিশ্চয় সেটাই করবে, যেটা ওর জন্য ঠিক হবে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে আমির এবং তাঁর লিভ-ইন পার্টনার গৌরী স্প্র্যাটের সম্পর্কের কথা। পঁচিশ বছরের বন্ধুত্ব এবং তারপরে দু’বছরের সাময়িক ‘বিচ্ছেদ’-এর পর একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন তাঁরা।
আমির বলেন, ‘আমি এমন একজনের কথাই ভাবছিলাম যার সঙ্গে নিজের মধ্যে সেই শান্তিটা অনুভব করতে পারব, যে আমাকে একটা শান্তি দেবে। আমি ওকে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি যে মিডিয়ার সামনে আসাটা কেমন হতে পারে। ও এইসবের সঙ্গে একদমই অভ্যস্ত নয়। কিন্তু আশা করছি যে আপনারা সেটা বুঝবেন।’
উল্লেখ্য, আগের দুই বিয়ের সম্পর্কে আমিরের তিন সন্তান রয়েছে। গৌরী নিজেও এক ছ’বছরের ছেলের মা। তামিল-আইরিশ বংশোদ্ভূত গৌরী বেঙ্গালুরুতে থাকেন এবং বর্তমানে তিনি যুক্ত রয়েছেন আমির খান প্রোডাকশনসের সঙ্গেই।