তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা
শেষ আপডেট: 4th March 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় দুই তারকা তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় ভার্মার (Vijay Varma) সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনেই নতুন মোড়। জানা যাচ্ছে, বিচ্ছেদের পথেই হাঁটছেন তাঁরা। তবে এই ভাঙন সত্ত্বেও একে-অপরের প্রতি সম্মান ও বন্ধুত্ব অটুট রাখতে চান তাঁরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দু'জন দু'জনের সব ছবি ডিলিট করে দিয়েছেন।
'পিঙ্কভিলা'-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ আগেই তামান্না ও বিজয়ের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে ব্যক্তিগত জীবনের এই সিদ্ধান্ত তাঁদের পেশাদার সম্পর্ক বা বন্ধুত্বে কোনও প্রভাব ফেলেনি। দু'জনেই আপাতত তাঁদের কেরিয়ারেই ফোকাস করছেন। বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, আর এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়াও দেননি তাঁরা।
তামান্না ও বিজয়ের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ২০২৩ সালে, যখন 'লাস্ট স্টোরিজ ২' মুক্তির আগে গোয়ায় নববর্ষ উদযাপনের সময় তাঁদের একসঙ্গে দেখা যায়। সুজয় ঘোষের পরিচালিত এই অ্যান্থলজি সিনেমাতেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেন তাঁরা। কাজের সূত্রেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের গুঞ্জন শুরু হয়। বেশ কিছুদিন জল্পনার পর 'ফিল্ম কম্প্যানিয়ন জুন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন তামান্না।
এরপর থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। একে-অপরের পোস্টে কমেন্ট থেকে শুরু করে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়া, তাঁদের রসায়ন নজর কেড়েছিল ভক্তদের। যদিও বিচ্ছেদের খবর ভক্তদের মন খারাপ করেছে। তবে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকার বার্তায় কিছুটা স্বস্তি পেয়েছেন অনুরাগীরা।