শেষ আপডেট: 10th November 2024 23:01
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নাকি বিবাহবিচ্ছেদের দিকে গড়াচ্ছে! বেশ কিছু দিন ধরে বলিউডে এই জল্পনাই জারি রয়েছে। তাঁদের মাঝে নাকি আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির। সেই কারণেই নাকি তৈরি হচ্ছে এই ভাঙন। যদিও অভিষেক বা ঐশ্বর্যা, প্রকাশ্যে এখনও এই নিয়ে কেউই মুখ খোলেননি। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু'জনে।
এদিকে শোনা যাচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের টালমাটাল অবস্থা। ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই এসেছে একটি বড় আপডেট। বলিউড নায়িকা নিমরত কৌরের সঙ্গে জুনিয়র বচ্চনের ঘনিষ্ঠতার জেরেই দাম্পত্যে ফাটল, এমনটা শোনা যাচ্ছিল। সম্প্রতি, অভিনেত্রীর জন্মদিনে শ্বশুরবাড়ির কেউ তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাননি।
অমিতাভ বচ্চন, প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করেন, তিনিও তাঁর পুত্রবধূকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি। এই সব কিছু নিয়েই চলছে চর্চা তুঙ্গে। তার মাঝেই ভাইরাল ঐশ্বর্যার একটি পুরনো ভিডিও। সেই ভিডিও থেকে বোঝা যাচ্ছে, ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কে এখন কোনও কারণে সমস্যা চললেও, একটা সময় তাঁদের মধ্যে সম্পর্ক খুব ভাল ছিল। তাঁরা দু’জনেই প্রকাশ্যে একে অপরের প্রশংসা করতেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পুরনো সাক্ষাৎকারে ঐশ্বর্যাকে বলতে দেখা যায়, কী ভাবে তিনি তাঁর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে সমস্যা মিটিয়েছেন। বিয়ের পর অনেক মেয়ের মতোই ঐশ্বর্য রাই বচ্চনকে করতে হয়েছে স্যাক্রিফাইস। চলতে হয়েছে অনেক অ্যাডজাস্ট করে। কিন্তু তা সত্ত্বেও অভিষেকের থেকে আলাদা থাকার কথা কোনও দিনই ভাবেননি তিনি।
ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক কিছু মানিয়ে নিতে হয়। আমিও নিয়েছি। আপনি কিছু বিষয়ে একমত হবেন এবং কিছুতে একেবারেই হবেন না। সবার নিজস্ব মতামত আছে। আমি সেটা বুঝে চলার চেষ্টা করি। আসলে কখনও যদি অভিষেকের সঙ্গে ঝামেলা হয়, আমরা কথা বলি। সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। আর অভিষেকও এই কথাটা খুব মেনে চলে। আমি সব সময় মনে করি আমাদের মধ্যে দূরত্ব বাড়লেই অভিষেক সবটা মিটিয়ে নেবে।’ ভিডিওটি নতুন করে ভাইরাল হতেই তাতে কমেন্টের বন্যা বইছে।