শেষ আপডেট: 30th January 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: ‘পুষ্পা-২’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হল। বুধবার ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করে ‘পুষ্পা-২’ এর ওটিটি রিলিজের তারিখ জানানো হয়েছে। এর সঙ্গে নতুন একটি খবরও পাওয়া গিয়েছে, সিনেমার আনকাট ভার্সন মুক্তি পাচ্ছে, যেখানে অতিরিক্ত ২৩ মিনিটের ফুটেজ থাকবে। ‘পুষ্পা’প্রেমীরা এই নতুন ভার্সন দেখতে পাবেন নেটফ্লিক্সে।
৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। এবং সিনেমার অতিরিক্ত ফুটেজও থাকবে, যা দর্শকদের জন্য এক অসাধারণ উপহার। ইনস্টাগ্রামে টিজারে নেটফ্লিক্স জানিয়েছে, 'পুষ্পা ভাউ নে শুন লি আপকি বাত, আব পুষ্পা কা রুল, হিন্দি মে ভি।' এর মানে, ৩০ জানুয়ারি থেকে ২৩ মিনিটের অতিরিক্ত ফুটেজ-সহ 'পুষ্পা ২ রিলোডেড' ভার্সন দেখতে পাওয়া যাবে নেটফ্লিক্সে।
View this post on Instagram
ছবি মুক্তির পরই বক্স অফিসে সফলতার ঝড় তুলেছিলেন আল্লু অর্জুন, এবং বিশ্বজুড়ে সিনেমাটি ১৫০০ কোটি টাকার বেশি আয় করেছে। সিনেমার মুক্তির পরই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে আলোচনায় আসে পুষ্পা ২।
মুক্তির প্রথম থেকেই সিনেমাটি সাফল্যের শিখরে পৌঁছে যায় এবং দর্শকদের মনে জায়গা করে নেয়। তাছাড়া সিনেমার মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল, বড়পর্দার পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে 'পুষ্পা ২', তাই সেই মতোই ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে সিনেমাটি আসছে।