শেষ আপডেট: 12th December 2024 11:59
দ্য ওয়াল ব্যুরো: ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। প্রেক্ষাগৃহে মুক্তির পরেই আল্লু অর্জুন যে টাকার সুনামি এনেছেন, তা ভারতীয় বক্সঅফিসে রেকর্ড। ভাঙল পুরনো সব রেকর্ড, তৈরি হল নতুন। আল্লু অর্জুন অভিনীত এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ছবিটি। এটিই প্রথম সিনেমা, যা মাত্র ৬দিনেই ১০০০ কোটি পেরিয়ে গেল।
মুক্তির আগেই ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। তা থেকেই কিছুটা আন্দাজ করেছিলেন নেটিজেনরা যে, ১০০০ কোটি ছাড়াতে এমন বেশি কিছু সময় নেবে না সিনেমাটি। সেই ভাবনাই সত্য হল। ১২ ডিসেম্বর পুষ্পা ২ গোটা বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। এদিনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছবি ইতিমধ্যে আয় করেছে ১০০২ কোটি টাকা।
THE BIGGEST INDIAN FILM rewrites history at the box office ????????????#Pushpa2TheRule becomes the FASTEST INDIAN FILM to cross 1000 CRORES GROSS WORLDWIDE in 6 days❤????#PUSHPA2HitsFastest1000Cr
— Mythri Movie Makers (@MythriOfficial) December 11, 2024
Sukumar redefines commercial cinema ????
Book your tickets now!
????️… pic.twitter.com/GLsTv9LeGO
ছবির প্রযোজনা সংস্থা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন। তার ক্যাপশনে লেখা রয়েছে, পুষ্পা ২ ভারতের প্রথম সিনেমা যা ৬ দিনে ১০০০ কোটির গণ্ডি ছুঁলো। ছবি মুক্তির দিনই পৌঁছিয়ে গিয়েছিল ৩০০ কোটির দরজায়। গোটা দেশ জুড়ে এখন পুষ্পা রাজ।
সূত্রের খবর, সিক্যুয়ালটি যে লাভ করবে তার ৪০ শতাংশ আল্লু অর্জুন রাখবেন। অভিনেতা পুষ্প ২-এর জন্য সাইনিং ফি নিচ্ছেন না। তবে, তিনি পুষ্পা: দ্য রাইজ-এর মতোই লাভ-শেয়ারিং রেভিনিউ মডেল বেছে নিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা উপার্জন করেছেন রশ্মিকা। ‘পুষ্পা ২’ ছবিতেও আল্লুর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে রশ্মিকাকে। কিন্তু নায়কের সঙ্গে পারিশ্রমিকের বিস্তর ফারাক নায়িকার। ফিল্মপাড়ার গুঞ্জন, রশ্মিকার চেয়ে ৩০ গুণ বেশি আয় করেছেন আল্লু।