শেষ আপডেট: 14th December 2024 14:08
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগে শুক্রবার তারকাকে গ্রেফতার করা হয়। ১৪ দিনের জেল হেফাজত হলেও কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন। তারপরে আজ অর্থাৎ শনিবার সকালে তিনি প্রেস মিট করেন।
প্রেস মিটে আল্লু অর্জুন বলেন, 'আমার ওই মহিলার মৃত্যুর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই। আমি তখন থিয়েটারের ভেতরে পরিবারের সঙ্গে সিনেমা দেখছিলাম। ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাবশত ঘটেছে। আমি ওই পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাঁদের পাশে থাকব সে কথা আমি আগেও জানিয়েছি। যে কোনওভাবে তাঁদের সাহায্য করব।'
#WATCH | Hyderabad | Actor Allu Arjun says, “…We are extremely sorry for the family. I will personally be there to help them in whatever way possible. I was inside the theatre watching a movie with my family and the accident happened outside. It has no direct connection with me.… pic.twitter.com/CJxd2JMxVK
— ANI (@ANI) December 14, 2024
তিনি আরও বলেন, 'গত ২০ বছর ধরে আমি এই থিয়েটারে আসছি। এর আগেও ৩০ বারের বেশি এই জায়গায় গিয়েছি, কিন্তু এমন কোনও ঘটনা কখনও ঘটেনি। এটি সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক একটা ঘটনা। আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিত নয়। এই দুর্ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।'
তারপরেই পুলিশের বক্তব্য, আল্লু অর্জুনের হঠাৎ উপস্থিতি এবং ভক্তদের উদ্দেশ্যে তার হাত নেড়ে শুভেচ্ছা জানানোর কারণে সন্ধ্যা থিয়েটারের সামনে ভিড়ের চাপ বেড়ে যায়। এক পুলিশ কর্মকর্তা বলেন, 'তিনি গাড়ির সানরুফ থেকে বেরিয়ে জনতাকে উদ্দেশ্য করে হাত নাড়ান, যা ভক্তদের ভিড় আরও বাড়িয়ে দেয়।'