শেষ আপডেট: 13th December 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: পুষ্পা ২ ছবির স্ক্রিনিংয়ে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট। শুক্রবার সকালেই তাঁকে গ্রেফতার করা হয়।
হায়দরাবাদের 'সন্ধ্যা' থিয়েটারে ৪ ডিসেম্বর স্ক্রিনিং ছিল 'পুষ্পা ২'-এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়। পদপিষ্ট মৃত্যু হয় ওই মহিলার।
সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ আল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যার পরিপ্রেক্ষিতে হায়দরাবাদ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৫ ও ১১৮(১) ধারায় মামলা রুজু করে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় ওই মামলা রুজু হয় বলে জানা যায়।
পরে অনুরাগীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা।
বুধবার এই মামলা খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আল্লু। কিন্তু তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তাঁকে শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়।
অভিনেতার অফিসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেতা যে ওই দিন সন্ধ্যা থিয়েটারি যাচ্ছিলেন, তা পুলিশকে আগে থেকেই জানানো হয়েছিল। তারপরও পুলিশ পদক্ষেপ করেনি বা যথাযথ ব্যবস্থা নেয়নি।