শেষ আপডেট: 2nd December 2023 18:43
দ্য ওয়াল ব্যুরো: 'পুষ্পা, দ্য রাইজ', দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই ছবি দেখেননি এমন লোকের সংখ্যা ভারতে খুঁজে পাওয়া ভার। এই ছবির শেষের পরিচালক আভাস দিয়ে রেখেছিলেন গল্প এখানেই শেষ নয়। আসতে চলেছে 'পুষ্পা'র সিক্যুয়েল। তারপর থেকেই এই সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সিনেমাপ্রেমীরা। তবে এই ছবি নিয়ে এক খারাপ খবর সামনে এল। ছবির মুখ্য অভিনেতা আল্লু অর্জুন নাকি খুবই অসুস্থ, আর সেই কারণেই স্থগিত হয়ে ছবির শ্যুটিং!
সংবাদমাধ্যম সূত্রে খবর, পিঠের যন্ত্রণায় কাতরাচ্ছেন আল্লু অর্জুন। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। অভিনেতার শারীরিক অবস্থার দিকে নজর রেখেই 'পুষ্পা ২' শ্যুটিং দু'সপ্তাহের জন্য পিছিয়ে দিলেন ছবির নির্মাতারা।
কীভাবে চোট পেলেন আল্লু? জানা গেছে, ছবির শ্যুটিংয়ে ফাইট সিক্যুয়েশনে অভিনয় করার সময়ই পিঠে আঘাত পান তিনি। সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও বেশকিছু দৃশ্যের অ্যাকশন এতই জোরালো ছিল যে পিঠে আঘাত লাগে অভিনেতার। সেই কারণেই যন্ত্রণায় কাবু হয়ে পড়েন তিনি। যদিও তারপরেও কয়েকদিন শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন আল্লু। এতে আরও খারাপ হয় শারীরিক অবস্থা। শেষমেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
২০২১ সালে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইজ। লাল চন্দন কাঠের পাচার ও কালোবাজারির ওপর ভিত্তি করে সুকুমার ছবির গল্প বুনেছিলেন। ছবিটি মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। বক্সঅফিসের একাধিক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল ছবিটি। আল্লু অর্জুনের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।
পুষ্পার প্রথম পার্ট নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা দিয়েছিল, সেই ধারা দ্বিতীয় ভাগেও বজায় থাকবে বলে আশাবাদী ছবির নির্মাতার। চলতি বছরের শুরুর দিকেই 'পুষ্পা ২'-এর প্রথম লুক প্রকাশ পায়। এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছনে রশ্মিকা মান্দানা। জানা গেছে, আগামী বছর অগাস্ট মাসে ছবিটি মুক্তি পাবে।
View this post on Instagram