আল্লু-অ্যাটলি
শেষ আপডেট: 3rd March 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: এবার তামিল এবং তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার একসঙ্গে! একদিকে আল্লু অর্জুন (Allu arjun) আর অন্যদিকে অ্যাটলি (Atllee)! এক মেগা বাজেট ছবির মাধ্যমে জুড়তে চলেছে দুই মহারথী। সূত্রের খবর অনুযায়ী, ‘সইসাবুদের কাজ এখনও বাকি আছে, তবে ‘পুষ্পা’ স্টার, সবুজ সংকেত দিয়ে রেখেছেন এবং সম্ভবত পরবর্তী সিনেমা হিসেবে এর কাজ শুরুও করবেন। শুটিংয়ের সময়সীমা এবং অন্যান্য লজিস্টিক দিকগুলি নিয়ে কাজ চলছে। তবে, অ্যাটলি এপ্রিল-মে মাসের মধ্যে প্রি প্রোডাকশনের কাজ শুরু করার কথা ভাবছেন,’
ছবিটির প্রযোজনায় রয়েছে ‘সান পিকচার্স’। যারা এর আগে ‘এন্থিরান’, ‘সরকার’, ‘বিস্ট’, ‘জেইলার’ মতো ব্লকবাস্টার হিট ছবির জন্য বিখ্যাত। আপাতত প্রযোজনার খরচ সংক্রান্ত খবর নিশ্চিত করা যায়নি। তবে সূত্রের খবর, আল্লু-অ্যাটলির এই ছবিটির বাজেট ৬০০ কোটিরও বেশি হতে পারে!
পুনর্জন্মের গল্পে সাজানো এই ছবি। পিরিয়ড ড্রামা। অ্যাটলি ছবিটিতে এমন এক অজানা জগৎ সৃষ্টি করার পরিকল্পনায় রয়েছেন যা আগে কখনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। আল্লু-অ্যাটলির রসায়ণ, যে ছাপ ফেলবে, তার চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবিতে রয়েছে দু’জন নায়ক। আল্লুর সঙ্গে আর কোন নায়ক থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। শুধু তাই নয়, ছবিতে রয়েছেন তিনজন নায়িকা। সূত্রের খবর, জাহ্নবী কাপুরকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।
ঠিক ছিল এই ছবির মুখ্য চরিত্রে থাকবেন সুপারস্টার সলমন খান (Salman Khan)। তবে, প্রযোজনা সংস্থা, সলমনের সঙ্গে যুক্ত হতে চায়নি। অর্থ বিনিয়োগ পথে হাঁটতে চায়নি সান পিকচার্স। সূত্রের আরও খবর, দক্ষিণী সুপারস্টারদের নিয়ে সবচেয়ে বড় ছবি তৈরির ক্ষেত্রে একটি প্রযোজনা সংস্থা হিসেবে ‘সান পিকচার্স’ অবস্থান সম্পর্কে স্পষ্ট। দক্ষিণী সুপারস্টার ছাড়া কোনও আন্তর্জাতিক ছবির সঙ্গে যুক্ত হতে চায়নি। তখনই তারা অ্যাটলিকে ছবিটিকে ধরে রাখতে এবং এটিকে নিয়ে রিওয়ার্ক করতে বলে,’ এবং শেষমেশ আল্লুই হয়ে ওঠেন ‘হিরো’! যিনি শুরু থেকেই অ্যাটলির এবং প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ ছিলেন। এমনও খবর ছিল যে পরিচালক হলিউড তারকা উইল স্মিথকে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয়ের কথা ভাবছেন, কিন্তু উইলের পারিশ্রমিক জানার পর আলোচনা আর এগোয়নি।
অ্যাটলি এবং আল্লুর ছবিটি দ্রুত শুরু হতে চলেছে। এর কারণ অভিনেতার 'এস/ও সত্যমূর্তি' এবং 'আলা বৈকুণ্ঠপুরামালু' দুটি ছবির শুটিং বেশ কিছু কারণে ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এই দুই ছবির ক্ষেত্রেই স্ক্রিপ্টিংয়ের কাজ এবং প্রি প্রোডাকশনের জন্য আরও সময় প্রয়োজন। অন্যদিকে অ্যাটলি তাঁর ছবির কাজ পরের বছর প্রথম দিকেই শেষ করতে আগ্রহী।