শেষ আপডেট: 24th December 2024 15:34
দ্য ওয়াল ব্যুরো: ৫ ডিসেম্বর পুষ্পা ২ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। আল্লু-রশ্মিকার অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা। তবে, ছবির প্রিমিয়ার থেকে শুরু করে সিনেমার কিছু দৃশ্য নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন ‘পুষ্পারাজ’।
এদিকে ছবির একটি দৃশ্য নিয়েও উঠেছে বিতর্ক। কংগ্রেস নেতা থিনমার মাল্লান্না অভিযোগ করেছেন, পুষ্পা ২-এর একটি দৃশ্যে পুলিশের অপমান করা হয়েছে। ওই দৃশ্যে দেখা যায়, আল্লু অর্জুন একটি পুলিস অফিসারের সামনে সুইমিং পুলে মূত্রত্যাগ করছেন। কংগ্রেস নেতার দাবি, এটি অত্যন্ত অপমানজনক এবং পুলিশবাহিনীর মর্যাদাহানি হয়েছে।
বিতর্কের মধ্যে মঙ্গলবার সকালে চিক্কাডপল্লি থানায় হাজিরা দেন আল্লু অর্জুন। তিনি পুলিশকে পুরোপুরি সহযোগিতা করবেন বলে জানান। যদিও জামিনে মুক্তি পেয়েছেন, তবে আইনি জট কাটতে কতটা সময় লাগবে, সেটাই এখন দেখার বিষয়।
৪ ডিসেম্বর, হায়দরাবাদে পুষ্পা ২-এর প্রিমিয়ারে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা ভক্ত, আর তার আট বছরের সন্তান গুরুতর আহত হয়। এই ঘটনায় আল্লু অর্জুনসহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
View this post on Instagram
নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে, ১৩ ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান আল্লু। একদিকে ভক্তের মৃত্যুর ঘটনায় মামলা, অন্যদিকে কংগ্রেস নেতার অভিযোগ, সব মিলিয়ে আল্লু অর্জুনের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল।