শেষ আপডেট: 5th February 2025 09:49
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক তাঁকে বারবার ঘিরে ধরেছে, কিন্তু ভেঙে পড়েননি পুষ্পা! বরং এবার এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন তিনি—এখন থেকে তাঁর হয়ে কথা বলবেন শুধুমাত্র মুখপাত্র, নিজে আর কিছু বলবেন না!
ঘটনাটি তাহলে খুলেই বলা যাক। হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার, আহত হন তাঁর ছোট্ট সন্তানও। এই মর্মান্তিক ঘটনার জেরে দেশজুড়ে তৈরি হয় বিতর্কের ঝড়। আল্লু অর্জুন ও ‘পুষ্পা ২’-এর টিম শোকপ্রকাশ করে মৃতের পরিবারকে বড় অঙ্কের ক্ষতিপূরণও দেন। কিন্তু তাতেও বিতর্ক থামেনি।
এই ঘটনাকে কেন্দ্র করেই গ্রেফতার করা হয় আল্লু অর্জুনকে। এক রাত জেলও খাটতে হয় তাঁকে। শুধু তাই নয়, বারবার পুলিশি জেরার মুখে পড়েন তিনি। সংবাদমাধ্যমে উঠে আসে নানা শিরোনাম, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অসংখ্য ভুয়া খবর। আর এই বিভ্রান্তি রুখতেই এবার দৃঢ় সিদ্ধান্ত নিলেন আল্লু অর্জুন।
সম্প্রতি এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানালেন, এখন থেকে তাঁর সম্পর্কে সমস্ত তথ্য শুধুমাত্র মুখপাত্রের মাধ্যমেই সংবাদমাধ্যমে পৌঁছবে। ত্রিবিক্রম শ্রীনিবাসের নতুন ছবির শুটিং শুরুর আগেই এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন ‘পুষ্পা’।