শেষ আপডেট: 13th December 2024 13:25
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিস কালেকশন ১০০০ কোটি টাকা। মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের 'পুষ্পা ২'। ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এত ছিল যে প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে মারাত্মক ভিড় হয়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা করে হায়দরাবাদ পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেফতার করল চিক্কাদপল্লী পুলিশ।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর স্ক্রিনিং ছিল 'পুষ্পা ২'-এর। সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয়। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে মৃত্যু হয় ওই মহিলার।
হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ আল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় ওই মামলা রুজু হয়।
পরে অনুরাগীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ২৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা।
বৃহস্পতিবার অর্থাৎ গতকাল তেলাঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। মামলাটি তুলে নেওয়ার আবেদন জানান। যদিও আবেদনের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই তাঁকে শুক্রবার গ্রেফতার করা হল।