শেষ আপডেট: 25th December 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: পুষ্পা ২-এর নায়ক আল্লু অর্জুন এবং ছবি নির্মাতারা সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে সদ্য মাতৃহারা জখম ছেলেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন বুধবার। ক্রিসমাসের দিন হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে ভেন্টিলেটরে থাকা শ্রী তেজাকে দেখতে যান আল্লু অর্জুনের বাবা ও পুষ্পা ২-এর প্রযোজক আল্লু অরবিন্দ এবং ছবির পরিচালক সুকুমার।
শ্রী তেজাকে দেখে হাসপাতালের বাইরে এসে আল্লু অরবিন্দ বলেন, আট বছরের শ্রী তেজার জন্য আমরা সকলে মিলে ২ কোটি টাকা দেব। এতে তার চিকিৎসা খরচ সহ অন্যান্য সহায়তা মিলবে। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ার শোয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শ্রী তেজার মায়ের। মারাত্মক জখম অবস্থায় নাবালকের চিকিৎসা চলছে।
দক্ষিণী ছবির প্রবীণ প্রযোজক আল্লু অরবিন্দ এদিন দিল রাজু এবং অন্যদের সঙ্গে হাসপাতালে যান। ছেলেটিকে দেখে ডাক্তারদের কাছে শারীরিক অবস্থার খোঁজ নেন। বাচ্চাটি এখন নিজে থেকে শ্বাস নিতে পারছে এবং ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে শুনে তাঁরাও স্বস্তি পান। মিডিয়ার সামনে আল্লু অরবিন্দ বলেন, শ্রী তেজার অবস্থার উন্নতি হচ্ছে। পরিবারের সহায়তায় আমরা ২ কোটি টাকা দিচ্ছি। তিনি বলেন, আল্লু অর্জুন দেবে ১ কোটি, চলচ্চিত্র নির্মাতা দেবে ৫০ লক্ষ এবং পরিচালক সুকুমার দেবেন ৫০ লক্ষ টাকা। তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সভাপতি দিল রাজুর মাধ্যমে এই টাকা পৌঁছে দেওয়া হবে।
প্রযোজক এবং টিএফডিসি-র সভাপতি রাজু বলেন, আগামিকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে একটি দেখা করার সময় চাওয়া হয়েছে। সেখানে চলচ্চিত্র শিল্পের প্রবীণ ও বিশিষ্ট ব্যক্তিদের থাকতে বলা হয়েছে। পরিবারের তরফে বলা হয়েছে, তেজার অক্সিজেন ও ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তবে সুস্থ হয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে।