শেষ আপডেট: 19th October 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো: ১৬টি ভাষায় ২০০০ গান গেয়েছেন তিনি। এদেশে তাঁর নাম জানেন না এমন লোক পাওয়া মুশকিল। বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। কলকাতাতেই গুজরাতি পরিবারে জন্ম অলকার। মা শুভা ইয়াগনিকের কাছে প্রথম শাস্ত্রীয় সঙ্গীত শেখা তাঁর। তার পর ১০ বছর বয়সে চলে যান মুম্বইতে।
বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। অকলা ইয়াগনির গান মানেই তো নস্ট্যালজিয়া। জানেন তিনি ২৫ আলাদা আলাদা ভাষায় গান করতে পারেন। হিন্দি, গুজরাতি, মারাঠি, ভোজপুরী, তেলুগু, নেপালি, ওড়িষা, পঞ্জাবি, ভোজপুরী, বাংলা সহ বহু ভাষায় গান করেছেন এখনও পর্যন্ত। নয়ের দশকে একের পর এক হিট গান বেরিয়ে তাঁর ঝুলি থেকেই। এখনও তাঁর জনপ্রিয় গান মানেই দীপিকার লিপে 'আগার তুম সাথ হো'।
নয়ের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত বহু অভিনেত্রীর হয়ে কণ্ঠ দিয়েছিলেন অলকা। মাত্র ছয় বছর বয়সে শুরু হয় তাঁর এই সফর। বলিউডে পা রেখেছিলেন মাত্র ১৪ বছর বয়সে। তারপর একে একে হিট গান ক্রমেই তাঁকে জনপ্রিয়তার কেন্দ্রে জায়গা করে দেয়।
এবার প্রশ্ন হল এক একটা গান গাওয়ার জন্য অলকা কত টাকা পারিশ্রমিক নেন? সূত্রের খবর, ১২ লাখ করে পারিশ্রমিক নেন। শেষ তিনি গান গেয়েছেন গদর ২ ছবিতে। সেই গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর পাশাপাশি রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে শুরু করে কনসার্ট, মোটা টাকা আয় করে থাকেন তিনি। সেই সঙ্গে বহু সিরিজেও তাঁকে গাইতে শোনা যায়।
গান ছাড়াও বিভিন্ন ব্র্যান্ড থেকে তাঁর আয় মোটের ওপর ১৬ লাখ টাকা। মিউজিক ইন্ডাস্ট্রি সূত্রে খবর, বছরে গড়ে আয় করে থাকেন তিনি ২ কোটির কাছাকাছি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৮ কোটি টাকা। তাছাড়া সোশ্যাল মিডিয়া থেকেও প্রচুর টাকা আয় করেন 'মেলোডি কুইন'।