শেষ আপডেট: 2nd January 2025 21:33
৯০ দশকের 'মেলোডি কুইন' অলকা ইয়াগনিক। শুধু ৯০ দশকই কেন, আজও তিনি গেয়ে চলেছেন সমানতালে। দীর্ঘ কেরিয়ারে তাঁকে নিয়ে গসিপ খুব একটা না বললেই চলে। স্বামীর সঙ্গে বেশ ভাল সম্পর্ক তাঁর। তবে যে প্রশ্ন বারেবারেই বলিউডের অন্দরে ঘুরে বেড়ায় তা হল, সম্পর্ক ভাল হলেও কেন স্বামীর থেকে আলাদা থাকেন অলকা? কারণ শুনলে অবাক হতেই হয়।
১৯৮৯ সালে নীরজ কাপুরকে বিয়ে করেন অলকা। নীরজ ছিলেন অলকার মায়ের বন্ধুর আত্মীয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন দু'জন দু'জনার। প্রেমটা শুরুও হয়েছিল বেশ অদ্ভুতভাবে।
অতীতে সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, মায়ের সঙ্গে দিল্লি যান অলকা, স্টেশনে তাঁদের নিতে এসেছিল নীরজ। সেখানেই দেখা। এর পরেই প্রেম ও পরিশেষে বিয়ে।
সে সময় অলকার ভরা কেরিয়ার। মুম্বই কাঁপাচ্ছেন নিজের যোগ্যতায়। ওদিকে নীরজের 'সাম্রাজ্য' দিল্লিতে। কারও পক্ষেই কেরিয়ার বিসর্জন দেওয়া সম্ভব ছিল না। তাই পেশাগত কারণেই নীরজ থেকে যান দিল্লিতেই। অন্যদিকে স্বপ্নপূরণের তাগিদে অলকা চলে আসেন আরবসাগরের তীরে মায়ানগরীতে।
আসা যাওয়া চলতে থাকলেও, একসঙ্গে কেটে গিয়েছে ২৮টা বছর। সংসার করা হয়নি কারও। তবে এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়নি দু'জনের মধ্যে। অনেকেরই ধারণা ছিল, এমন বিয়ে হয়তো টিকবে না। তবে সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে আজও একসঙ্গে রয়েছেন তাঁরা। তাঁদের এক মেয়ে রয়েছে।তিনিও এখন বিবাহিত।