শেষ আপডেট: 11th September 2024 10:44
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় তারকাদের মর্যাদা বেড়েই চলেছে। সেই মতোই এবার প্যারিস ফ্যাশনের নতুন মুখ হলেন আলিয়া ভাট। এর আগে ফ্যাশন উইকে প্রতিবছর বলিউড থেকে দেখা যেত ঐশ্বর্য রাই বচ্চনকে। তবে মন ভার করার কোনও কারণ নেই। এবারের ফ্যাশন উইকে ঐশ্বর্যর পাশাপাশি পাল্লা দিয়ে হাঁটতে দেখা যাবে আলিয়াকেও।
জানা গিয়েছে, ঐশ্বর্যের সঙ্গে এবার তিনিও হাঁটবেন এই জনপ্রিয় ফ্যাশন উইকে। এর আগে প্যারিস ফ্যাশনে হেঁটেছেন দীপিকা পাডুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুর, নভ্যা নাভেলি নন্দা সহ আরও অনেকে। সেই তালিকাতেই যোগ দিলেন আলিয়া। ২৪ সেপ্টেম্বর মর্যাদাপূর্ণ প্লেস ডি লোপেরায় রানওয়েতে হাঁটবেন অভিনেত্রী।
এই বছরের প্যারিস ফ্যাশন উইকের রানওয়ে থিম, 'ওয়াক ইওর ওয়ার্থ'। থিমের মাধ্যমে তুলে ধরা হবে নারী শক্তিকে। অত্যাধুনিক ফ্যাশন এবং সৌন্দর্যের মধ্যে একটি সমন্বয় প্রদর্শন করতে চলেছে এবারের প্যারিস ফ্যাশন উইক।
২০২৩-এর প্যারিস ফ্যাশন উইকে হেঁটে সমালোচনার মুখে পড়েছিলেন ঐশ্বর্য। নেটিজেনরা ‘বড্ড বেশি প্লাস্টিক সার্জারি’, বলেও মন্তব্য করেছিলেন অভিনেত্রীকে দেখে। এদিকে অধিকাংশ নেটিজেন প্রতিবার ফ্যাশন উইকে বলিউডের ‘ক্যুইন’-কে দেখে মুগ্ধ হন।
সম্প্রতি, ল'রিয়াল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আলিয়া ভাট। ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুরের পর ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেওয়া হল মহেশ কন্যাকে।