শেষ আপডেট: 26th September 2023 13:49
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে বর্তমানে অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকেই নাম আসবে আলিয়া ভাটের (Alia Bhatt)। নিজের অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যে তিনি প্রবল জনপ্রিয়তা অর্জন করেছেন বিগত কয়েক বছরে। আলিয়া ছবিতে থাকা মানেই তা এখন সুপারহিট। তাই তাঁকে নিয়ে সহজেই বক্স অফিসে বাজি ধরতে পারেন যে কোনও প্রযোজক। এবার অভিনেত্রী নিজেই শুরু করলেন নতুন ইনিংস। নাম লেখালেন বড়পর্দায় ছবি প্রযোজনায়। নতুন ছবির নাম 'জিগরা' (Jigra)।
যেই প্রযোজনা সংস্থার হাত ধরে তাঁর বলিউডে আগমন, সেই করণ জোহর অর্থাৎ ধর্মা প্রোডাকশনের সঙ্গেই অভিনেত্রী শুরু করছেন প্রযোজনা। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন আলিয়া নিজেই। ছবির নাম এবং একটি মোশন পোস্টার তিনি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। প্রতিভাবান পরিচালক ভাসান বালার হাতেই রয়েছে এই ছবির দায়িত্ব।
'জিগরা' ছবিতে অভিনয় করতেও দেখা যাবে আলিয়া ভাটকে। মঙ্গলবার মুক্তি পাওয়া সেই মোশন পোস্টারে দেখা মিলেছে তাঁরও। সেখানে দেখা যাচ্ছে, আলিয়ার পিঠে রয়েছে ব্যাগ এবং পরনে ট্রাউজার ও টপ। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আসছে 'জিগরা'। পরিচালনার দায়িত্বে ভাসান বালা এবং ছবি প্রযোজনার দায়িত্বে ধর্ম প্রোডাকশন ও ইটারনাল সানসাইন প্রোডাকশন। একসময় ধর্মার হাত ধরেই ছবিতে অভিষেক হয়েছিল আমার। আর আজ তাদের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছি। একদিক থেকে দেখতে গেলে একটা বৃত্ত পূর্ণ হল।"
বড়দিনে ‘ডানকি’র মুখোমুখি হবে প্রভাসের ‘সালার’! বছর শেষের যুদ্ধে জিতবেন কে