শেষ আপডেট: 26th January 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়, যিনি আজ বলিউডের ফ্যাশন দুনিয়ায় একটি আলাদা পরিচিতি তৈরি করেছেন, তাঁর ফ্যাশন হাউস ২৫ বছর পূর্ণ করল। এই বিশেষ উপলক্ষে মুম্বইতে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ উদযাপন, যেখানে তারার মেলা বসেছিল। আলিয়া ভাট, অনন্যা পান্ডে, অদিতি রাও হায়দারি, সোনম কাপুরসহ অনেক বলিউড তারকা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবের প্রধান থিম ছিল "অল ব্ল্যাক", যেখানে প্রত্যেকের পোশাকের মধ্যে ছিল অনন্য স্টাইলের ছোঁয়া। অনন্যা পান্ডে পরেছিলেন সোনালি পলকা ডটের নকশা করা একটি কালো মিনি ড্রেস, যা একেবারে ৬০-৭০ দশকের গ্ল্যামার ঝলক এনে দিয়েছিল। আলিয়া ভাট বেছে নিয়েছিলেন একটি কালো শাড়ি, যা তিনি পরেছিলেন স্লিভলেস শিমারি ব্লাউজের সঙ্গে, চুলে পরিপাটি খোঁপা করে।
View this post on Instagram
অদিতি রাও হায়দারি এদিনের জন্য পরেছিলেন একটি ক্লাসিক কালো আনারকলি, যা তাঁর লুকে রাজকীয় ছাপ এনেছিল। অন্যদিকে, সোনম কাপুর একটি কালো গাউন এবং শর্বরী ওয়াগ কালো শাড়িতে নজর কেড়েছিলেন। শোভিতা ধুলিপালার কালো এবং সোনালি গাউনও ছিল আলাদা করে প্রশংসাযোগ্য।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। ফলে তাঁর সৃজনশীলতার ছাপ প্রতিটি লুকেই স্পষ্ট ছিল। শোয়ে আসা প্রত্যেক তারকা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু নেটপাড়ায়।