হিন্দি সিনেমার অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট এ বছর প্রথমবারের মতো কান ফিল্ম ফেস্টিভ্যালে পা রাখতে চলেছেন।
আলিয়া ভাট
শেষ আপডেট: 16 May 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেমার অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট এ বছর প্রথমবারের মতো কান ফিল্ম ফেস্টিভ্যালে পা রাখতে চলেছেন। এর আগেই অভিনেত্রী নিজে নিশ্চিত করেছিলেন যে তিনি ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন বিশ্বের নামী বিউটি ব্র্যান্ড ল’ওরিয়ালের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে। কিন্তু সম্প্রতি ভারত-পাকিস্তান ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পর, একটি আবেগঘন নোট শেয়ার করেছিলেন আলিয়া। এর পরেই কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, তিনি নাকি রেড কার্পেট থেকে নিজের নাম তুলে নিয়েছেন।
তবে এই খবর সত্য নয়। ‘মিড ডে’ সূত্রে খবর, নির্ধারিত সময়েই ফ্রান্সে উড়ে যাবেন আলিয়া এবং উৎসবের ক্লোজিং সেরিমনিতে হাজির থাকবেন তিনি। জানা গিয়েছে, সঞ্জয় লীলা ভন্সালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। স্বামী রণবীর কাপুর ও বিকি কৌশলের সঙ্গে ইনটেনস দৃশ্যের শুটিং চলার কারণেই কিছুদিন দেরিতে রওনা দেবেন তিনি। শুটিং পর্ব শেষ করেই কান-এ যোগ দেবেন আলিয়া।
সূত্র বলছে, "একটি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে আলিয়া নিজের দায়িত্বে অবিচল। শুটিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ শেষ করেই তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন।" এর আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে আলিয়া বলেছিলেন, “প্রথমবারের অভিজ্ঞতা সবসময়েই বিশেষ। তাই কান ফিল্ম ফেস্টিভ্যালে আমার ডেবিউ নিয়ে আমি রোমাঞ্চিত। ‘লাইটস, বিউটি অ্যান্ড অ্যাকশন’— এই থিমে নিজেকে উপস্থাপন করাটা গর্বের ব্যাপার। সৌন্দর্য আমার কাছে আত্মবিশ্বাস, নিজেকে আলাদা করে চিনে নেওয়ার অনুভূতি।”
সর্বশেষ আলিয়াকে দেখা গিয়েছিল বসন বালার পরিচালনায় ‘জিগরা’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন বেদাং রায়না। ছবিটি যদিও দর্শক ও সমালোচকদের বিশেষ প্রভাব ফেলতে পারেনি। আগামী দিনে আলিয়া অভিনয় করছেন যশ রাজ ফিল্মসের অ্যাকশন এন্টারটেইনার ‘আলফা’-তে, যার মুখ্য ভূমিকায় রয়েছেন শর্বরী ওয়াঘ। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তাঁকে দেখা যাবে রণবীর ও বিকির সঙ্গে।