Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জন্মদিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, সুস্থতা কামনা অভিষেকেরবেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালে
Alia Bhatt Confirms Cannes Debut

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া, সফর বাতিল প্রসঙ্গে বললেন, 'আমার ডেবিউ নিয়ে আমি...'

হিন্দি সিনেমার অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট এ বছর প্রথমবারের মতো কান ফিল্ম ফেস্টিভ্যালে পা রাখতে চলেছেন।

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আলিয়া, সফর বাতিল প্রসঙ্গে বললেন, 'আমার ডেবিউ নিয়ে আমি...'

আলিয়া ভাট

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেমার অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট এ বছর প্রথমবারের মতো কান ফিল্ম ফেস্টিভ্যালে পা রাখতে চলেছেন। এর আগেই অভিনেত্রী নিজে নিশ্চিত করেছিলেন যে তিনি ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন বিশ্বের নামী বিউটি ব্র্যান্ড ল’ওরিয়ালের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে। কিন্তু সম্প্রতি ভারত-পাকিস্তান ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পর, একটি আবেগঘন নোট শেয়ার করেছিলেন আলিয়া। এর পরেই কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, তিনি নাকি রেড কার্পেট থেকে নিজের নাম তুলে নিয়েছেন।

তবে এই খবর সত্য নয়। ‘মিড ডে’ সূত্রে খবর, নির্ধারিত সময়েই ফ্রান্সে উড়ে যাবেন আলিয়া এবং উৎসবের ক্লোজিং সেরিমনিতে হাজির থাকবেন তিনি। জানা গিয়েছে, সঞ্জয় লীলা ভন্সালির আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। স্বামী রণবীর কাপুর ও বিকি কৌশলের সঙ্গে ইনটেনস দৃশ্যের শুটিং চলার কারণেই কিছুদিন দেরিতে রওনা দেবেন তিনি। শুটিং পর্ব শেষ করেই কান-এ যোগ দেবেন আলিয়া।

 

সূত্র বলছে, "একটি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে আলিয়া নিজের দায়িত্বে অবিচল। শুটিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ শেষ করেই তিনি ফ্রান্সের উদ্দেশে রওনা হবেন।" এর আগে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে আলিয়া বলেছিলেন, “প্রথমবারের অভিজ্ঞতা সবসময়েই বিশেষ। তাই কান ফিল্ম ফেস্টিভ্যালে আমার ডেবিউ নিয়ে আমি রোমাঞ্চিত। ‘লাইটস, বিউটি অ্যান্ড অ্যাকশন’— এই থিমে নিজেকে উপস্থাপন করাটা গর্বের ব্যাপার। সৌন্দর্য আমার কাছে আত্মবিশ্বাস, নিজেকে আলাদা করে চিনে নেওয়ার অনুভূতি।”

সর্বশেষ আলিয়াকে দেখা গিয়েছিল বসন বালার পরিচালনায় ‘জিগরা’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন বেদাং রায়না। ছবিটি যদিও দর্শক ও সমালোচকদের বিশেষ প্রভাব ফেলতে পারেনি। আগামী দিনে আলিয়া অভিনয় করছেন যশ রাজ ফিল্মসের অ্যাকশন এন্টারটেইনার ‘আলফা’-তে, যার মুখ্য ভূমিকায় রয়েছেন শর্বরী ওয়াঘ। এছাড়াও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তাঁকে দেখা যাবে রণবীর ও বিকির সঙ্গে।


ভিডিও স্টোরি