ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে শেষ মুহূর্তে কান ফিল্ম ফেস্টিভাল সফর বাতিল করলেন আলিয়া ভাট।
আলিয়া ভাট
শেষ আপডেট: 14 May 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এই আন্তর্জাতিক আসরে ল’ওরিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রেডকার্পেটে পা রাখার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি। জানা গেছে, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশবাসীর সঙ্গে সংহতি জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।
মিড-ডে-র প্রতিবেদন অনুযায়ী, প্যারিস ফ্যাশন উইকে নজরকাড়া উপস্থিতির পর কানে আত্মপ্রকাশ করতে প্রস্তুত ছিলেন আলিয়া। সপ্তাহান্তে তাঁর ফ্রান্সে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি সেই পরিকল্পনা স্থগিত রাখেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘‘দেশের এমন কঠিন সময়ে তিনি নিজেকে কান উৎসবে পাঠাতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তাই সিদ্ধান্ত নেন না যাওয়ার।’’
ইন্ডিয়া টুডের আরেকটি রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরে কানে অংশ নিতে পারেন আলিয়া। সূত্রের বক্তব্য, ‘‘সীমান্তে টানাপোড়েনের মধ্যে আলিয়া মনে করছেন এখন এমন মঞ্চে যাওয়া ঠিক হবে না। তবে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে তিনি অন্য কোনও দিন গিয়ে হাজির হবেন।’’
১৩ মে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া লিখেছিলেন, ‘‘গত কয়েক রাত যেন অন্যরকম। যেন একটা চাপা স্তব্ধতা চারপাশে। মনে হচ্ছে গোটা দেশ একসঙ্গে নিঃশ্বাস চেপে বসে আছে। প্রতি মুহূর্তে ফোনে আসা খবরের আপডেট যেন একেকটা টান। জানি, পাহাড়ে কোথাও আমাদের জওয়ানরা এখনও জেগে, সতর্ক, আর বিপদের মুখোমুখি।’’
এই সিদ্ধান্ত নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এটি নিছক ‘পাবলিক রিলেশনস কৌশল’। কেউ লিখেছেন, ‘‘চমৎকার PR স্টান্ট। ইমেজ বিল্ডিং চলছে কানের জন্য।’’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘‘যখন মুখ খোলার সময় ছিল, তখন কেউ কথা বলল না, এখন পরিস্থিতি সামাল দিতে এসব করছে।’’