Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: বড় আন্দোলনের ইঙ্গিত! সোমবার বিধানসভা অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশেরশহরের বয়স্কদের জন্য কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ, সচেতনতা ও মনোবল বাড়াতে পাশে এসএসকেএম-ওগ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে বাংলার সবচেয়ে বড় রক্তদান শিবির বর্ধমানেঅনশনমঞ্চে অসুস্থ আরও চার চাকরিহারা শিক্ষক, দ্রুত নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালেবাপি না থাকলেও, 'মহাসিন্ধুর ওপার থেকে' আজও আগলে রেখেছেন আমায়: পৌলমী চট্টোপাধ্যায় বসু মা হতে অক্ষম, শারীরিক সম্পর্কেও অপারগ জানতে পেরেই মধুবালাকে ত্যাগ কিশোরের! যে পরিবর্তন পরিপূর্ণতা দিয়েছে তা ঢেকে লজ্জা পাওয়ার কারণ আমার কাছে নেই: অহনাসঞ্জয়ের অকালমৃত্যু, তাঁর ৩৯,০০০ কোটির সাম্রাজ্যের উত্তরসূরি স্ত্রী-সন্তান নন! তবে কে?এআই যাদের হাতের মুঠোয়, চাকরির বাজারে তারাই আগামীর স্টার, বার্তা লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতার১৪ বছর পর বাবা হয়েছিলেন, ক'দিন বাড়িতে কাটিয়ে কাজে ফিরতেই কপ্টার দুর্ঘটনায় মৃত্যু রাজবীরের
Alia Bhatt Cancels Cannes 2025

দেশে পরিস্থিতি অনুকূল নয়, কান ফিল্ম ফেস্টিভাল সফর বাতিল করলেন আলিয়া

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে শেষ মুহূর্তে কান ফিল্ম ফেস্টিভাল সফর বাতিল করলেন আলিয়া ভাট।

 

দেশে পরিস্থিতি অনুকূল নয়, কান ফিল্ম ফেস্টিভাল সফর বাতিল করলেন আলিয়া

আলিয়া ভাট

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্সে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এই আন্তর্জাতিক আসরে ল’ওরিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রেডকার্পেটে পা রাখার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি। জানা গেছে, ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে দেশবাসীর সঙ্গে সংহতি জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

মিড-ডে-র প্রতিবেদন অনুযায়ী, প্যারিস ফ্যাশন উইকে নজরকাড়া উপস্থিতির পর কানে আত্মপ্রকাশ করতে প্রস্তুত ছিলেন আলিয়া। সপ্তাহান্তে তাঁর ফ্রান্সে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি সেই পরিকল্পনা স্থগিত রাখেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘‘দেশের এমন কঠিন সময়ে তিনি নিজেকে কান উৎসবে পাঠাতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তাই সিদ্ধান্ত নেন না যাওয়ার।’’

ইন্ডিয়া টুডের আরেকটি রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরে কানে অংশ নিতে পারেন আলিয়া। সূত্রের বক্তব্য, ‘‘সীমান্তে টানাপোড়েনের মধ্যে আলিয়া মনে করছেন এখন এমন মঞ্চে যাওয়া ঠিক হবে না। তবে পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে তিনি অন্য কোনও দিন গিয়ে হাজির হবেন।’’

Alia Bhatt, India Vs Pakistan, Operation Sindoor, Pahalgam Attack

১৩ মে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া লিখেছিলেন, ‘‘গত কয়েক রাত যেন অন্যরকম। যেন একটা চাপা স্তব্ধতা চারপাশে। মনে হচ্ছে গোটা দেশ একসঙ্গে নিঃশ্বাস চেপে বসে আছে। প্রতি মুহূর্তে ফোনে আসা খবরের আপডেট যেন একেকটা টান। জানি, পাহাড়ে কোথাও আমাদের জওয়ানরা এখনও জেগে, সতর্ক, আর বিপদের মুখোমুখি।’’

এই সিদ্ধান্ত নিয়ে প্রশংসার পাশাপাশি সমালোচনাও এসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, এটি নিছক ‘পাবলিক রিলেশনস কৌশল’। কেউ লিখেছেন, ‘‘চমৎকার PR স্টান্ট। ইমেজ বিল্ডিং চলছে কানের জন্য।’’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘‘যখন মুখ খোলার সময় ছিল, তখন কেউ কথা বলল না, এখন পরিস্থিতি সামাল দিতে এসব করছে।’’
 


ভিডিও স্টোরি