Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়ক
Alia Bhatt surname change Cannes

ভাট নয়, এবার থেকে কাপুর! আলিয়া কি পদবী পরিবর্তন করলেন? যত কাণ্ড 'কান' উৎসবে!

বিয়ের পর অনেক বলিউড অভিনেত্রী আছেন যাঁরা তাঁদের পদবী অপরিবর্তিত রাখেন, কেউ আবার নিজের নামের সঙ্গে স্বামীর পদবী জুড়ে দেন। 

ভাট নয়, এবার থেকে কাপুর! আলিয়া কি পদবী পরিবর্তন করলেন? যত কাণ্ড 'কান' উৎসবে!

আলিয়া ভাট

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 12 June 2025 08:09

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর অনেক বলিউড অভিনেত্রী আছেন যাঁরা তাঁদের পদবী অপরিবর্তিত রাখেন, কেউ আবার নিজের নামের সঙ্গে স্বামীর পদবী জুড়ে দেন। আলিয়া ভাট দীর্ঘদিন ধরে নিজের নাম অপরিবর্তিত রেখেছিলেন। তবে এবার কান চলচ্চিত্র উৎসব ঘিরে একটি ভিডিও থেকে উঠে এল নতুন এক তথ্য— সেখানে তাঁকে আলিয়া ভাট নয়, “আলিয়া কাপুর” বলেই সম্বোধন করা হয়েছে।

সম্প্রতি কানের সফর থেকে ফিরে একটি ব্লগ প্রকাশ করেছেন অভিনেত্রী, যেখানে উৎসব চলাকালীন তাঁর নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। পোশাক পরিবর্তন, ফটোশুট থেকে শুরু করে নানা অভিজ্ঞতা ধরা পড়েছে সেই ভিডিওতে। ঠিক সেই ভিডিওর একটি দৃশ্যে শোনা যায়, উপস্থিত কর্মীরা তাঁকে ‘আলিয়া কাপুর’ বলে ডাকছেন। আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা।

অনেকেই মনে করছেন, আলিয়া হয়তো সত্যিই আইনিভাবে রণবীর কাপুরের পদবী গ্রহণ করেছেন। কারণ, আন্তর্জাতিক হোটেল বা ইভেন্টে সাধারণত অতিথিদের পাসপোর্ট বা বুকিং আইডিতে থাকা নামেই সম্বোধন করা হয়। অর্থাৎ আলিয়া যদি “ভাট” পদবী ব্যবহার করতেন, তাহলে তাঁকে “কাপুর” বলে ডাকার কোনও কারণ থাকত না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— তবে কি অভিনেত্রী নিজের নাম আইনি ভাবে বদলে ফেলেছেন?

ভিডিওটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এই নাম পরিবর্তন পুরুষতান্ত্রিক মনোভাবকে প্রশ্রয় দিচ্ছে, আবার কেউ কেউ কাপুর পরিবারের ঐতিহ্যের কথা মনে করিয়ে আলিয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।

অনেকের মতে, বাবার নাম ‘ভাট’ রেখে চলা উচিত ছিল আলিয়ার। আবার অনেকে বলছেন, রণবীরের সঙ্গে বিয়ে করে কাপুর পরিবারের অংশ হওয়াটাই আলিয়ার জন্য সম্মানের। যদিও আলিয়া নিজে এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়াতেও যদি শীঘ্রই “আলিয়া কাপুর” নামটি দেখা যাবে বলেই আশা করছে নেটপাড়া।


ভিডিও স্টোরি