Latest News

বেবিবাম্প নিয়ে মিষ্টি হাসি, রণবীরের পাশে এসে আদুরে পোজ আলিয়ার, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সন্তান আগমনের বার্তা দেওয়ার পর এই প্রথম ফের একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির প্রচারে এখন এই দম্পতির ব্যস্ততা তুঙ্গে। তার ফাঁকেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুললেন দুজনে।

কালো টি-শার্ট, কালো জিন্স এবং চোখে কালো সানগ্লাস পরে ক্যামেরার সামনে এসেছিলেন রণবীর কপূর। কিছুক্ষণ পর পাশে ডেকে নিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে। সেইসময় আলিয়ার জৌলুস ছিল চোখে পড়ার মতো। তাঁর গায়ে তখন গাঢ় বাদামি পোশাক। ছবিতে স্পষ্ট বেবি বাম্প। রণবীরকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে একের পর এক পোজ দিলেন তিনি। দুজনের চোখেমুখেই তখন সন্তান আগমনের আনন্দ ফুটে উঠছে।

পরের মাসেই ছবির মুক্তি। তার আগে জোরকদমে চলছে ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার। বিভিন্ন জায়গায় পরপর প্রোমোশনে যাচ্ছেন রণবীর কপূর। সঙ্গে থাকছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও। অবশেষে এবার আগামী ছবির প্রচারে নামলেন আলিয়াও। গত কয়েক সপ্তাহ ধরে তিনি টানা শ্যুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। হলিউডে নতুন প্রোজেক্টের পাশাপাশি করণ জোহরের আগামী হিন্দি ছবিরও কাজ করছিলেন তিনি। অবশেষে সব কাজ শেষ করে এবার তিনিও রণবীরের সঙ্গে প্রচারে নামলেন।

‘ভাইজান’-এর সেটে সলমনের সঙ্গে কে এই ‘খুদে’ গায়ক! পরিচয় জানেন

You might also like