শেষ আপডেট: 9th September 2024 15:22
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনে কেক-পায়েস নয়, দুধেই খুশি অক্ষয় কুমার! ৯ সেপ্টেম্বর, ৫৭ বছর বয়সে পা রাখলেন বলিউডের খিলাড়ি। তাঁর জন্মদিন উপলক্ষেই নতুন ছবির ঘোষণা হল। আসছে নতুন সিনেমা। রহস্যে ভরা চোখ ‘বার্থ ডে বয়'-এর। কাঁধের উপর কালো বিড়াল। জন্মদিনের সকালে এমনই ছবি পোস্ট করেছেন বলিউডের ‘খিলাড়ি’। রহস্যময় ছবিতে কোন সিনেমার ইঙ্গিত দিয়েছেন অক্ষয়? পোস্ট করতেই কৌতূহল অনুরাগীদের মনে।
কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন অক্ষয়। গত তিন বছরে তেমন কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি। একের পর এক সিনেমা ফ্লপ। কিছু করেই বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারছেন না। তারই মধ্যে জন্মদিনের দিন ‘মোশন’ পোস্টারেই দেখা গেল খিলাড়ির রহস্যময় চরিত্রের ঝলক। ২০২৫ সালে মুক্তি পাবে ‘ভূত বাংলো’।
View this post on Instagram
১৪ বছর পর ফের একবার প্রিয়দর্শনের সিনেমায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। কয়েক দিন আগে পরিচালক-অভিনেতার মান-অভিমানের কথাও রটেছিল। তাই দীর্ঘদিন অক্ষয়ের সঙ্গে নাকি আর কোনও ছবিতে জুটি বাঁধেননি প্রিয়দর্শন। তবে এবার আবারও হরর-কমেডি সিনেমার জন্য বেছে নিলেন অক্ষয়কেই।
জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে অক্ষয় কুমারকে নিয়ে শুটিং শুরু করবেন প্রিয়দর্শন। ‘ভূত বাংলো’ ছবিতে অক্ষয়ের পাশাপাশি থাকতে পারেন আলিয়া ভাট, কিয়ারা আডবানি। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবির গল্পের অন্যতম ট্যুইস্ট ‘ব্ল্যাক ম্যাজিক’ বা কালাজাদু।
ছবির প্রথম ঝলকে দুধের বাটি হাতে, কাধে বেড়াল নিয়ে এক অদ্ভুদ লুকে দেখা গিয়েছে খিলাড়িকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আক্কি সেই পোস্টার শেয়ার করতেই, তা নিমেষে ভাইরাল হয়ে যায়। বেশ কিছু দিন আগে ইনস্টাগ্রামে একটি ভূতুড়ে ছবির সঙ্গে অক্ষয় লিখেছিলেন, "স্পেশ্যাল কিছু আসছে। তা জানাব আমার জন্মদিনে"। সেই মতোই এই হরর-কমেডি ছবির পোস্টার শেয়ার করেছেন তিনি।