শেষ আপডেট: 20th January 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালে ‘ওএমজি ২’ ছবিতে শিব চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সে ছবি দারুণ সুপারহিট হওয়ার পরে ফের শিবের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এবার তেলেগু পৌরাণিক গল্প অবলম্বনে নির্মিত আসন্ন ছবি কান্নাপ্পা-তে শিবের ভূমিকায় অক্ষয়। পরিচালক মুকেশ কুমার সিং এবং প্রযোজক মোহন বাবুর এই ছবির মাধ্যমেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এই বলিউড অভিনেতা।
সম্প্রতি অক্ষয়ের এই শিব রূপের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'মহাদেবকে নিয়ে পবিত্র চিন্তাভাবনার মধ্যে ডুবে রয়েছি কান্নাপ্পার জন্য। এই মহাকাব্যিক কাহিনি জীবন্ত করে তোলার সুযোগ পেয়ে আমি সম্মানিত। ওম নমঃ শিবায়!'
এই ছবি দেখে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতার ভক্তরা। পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে ‘হর হর মহাদেব’ ধ্বনিতে। তবে সকলেই যে খুশি, তা নন। একজন যেমন মন্তব্য করেছেন, শিবের কস্টিউম ডিজাইনে কিছুটা ঘাটতি রয়েছে... গলায় বাসুকি নাগ নেই, মাথায় গঙ্গা নেই, শরীরে ভস্ম নেই... শিবের রুদ্র রূপ ঠিকভাবে ফুটিয়ে তোলা হয়নি। আবার আর এক নেটিজেনের দাবি, ভগবান শিব কারও দ্বারা জন্মগ্রহণ করেননি, তিনি স্বয়ম্ভূ। ফলে শিবের নাভি নেই। এই ছবিতে তা দেখানোয় বোঝা যাচ্ছে, সিনেমার জন্য যথাযথ গবেষণা করা হয়নি।
শিবভক্ত কান্নাপ্পার পৌরাণিক কাহিনি নিয়ে নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিষ্ণু মাঞ্চু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, মোহনলাল এবং কাজল আগরওয়াল। প্রথমে ২০২৪ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও এখন ২০২৫ সালের এপ্রিল মাসে এটি মুক্তি পাবে বলে জানা গেছে।
এর আগে ছবিতে পার্বতী দেবীর চরিত্রে কাজল আগরওয়ালের লুক প্রকাশ করা হয়েছিল, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে ভাল সাড়া ফেলেছে। এবার এসে গেল শিবের লুকও।
অক্ষয় কুমার এর আগে ২০২৩ সালে ‘ওএমজি ২’ ছবিতে শিব চরিত্রে অভিনয় করলেও, সেন্সর বোর্ডের বাধার মুখে চরিত্রের পরিচয় বদলাতে হয়। প্রাথমিকভাবে তিনি শিবের চরিত্রে অভিনয় করলেও, পরবর্তীতে তাকে ‘ভগবানের দূত’ হিসেবে উপস্থাপন করা হয়।
ছবিটি নিয়ে আরও অনেক বিতর্ক ঘনায়। ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবিতে পৌরাণিক চরিত্রদের সংলাপ ঘিরে সমালোচনার পরে ছবিটি সমস্যার মুখে পড়ে। শেষ পর্যন্ত ‘ওএমজি ২’ প্রাপ্তবয়স্কদের সার্টিফিকেট পায় এবং ২৭টি দৃশ্য কেটে বাদ দেওয়া হয়। নির্মাতারা যদিও এই প্রাপ্তবয়স্কদের সার্টিফিকেট চাননি, কারণ ছবিটি যৌন শিক্ষার বিষয় নিয়ে তৈরি এবং মূলত কিশোরদের সচেতন করাই ছিল উদ্দেশ্য।
তবে এই সব বিতর্ক পেরিয়ে সে ছবিতে অক্ষয়ের শিবের লুক, লম্বা চুল, বাঘছাল ও রুদ্রাক্ষের মালা— এখনও দর্শকদের শিবের রূপের কথাই মনে করিয়ে দেয়। এখন অক্ষয় কুমারের নতুন কান্নাপ্পা ছবির শিবরূপ দর্শকদের কতটা সন্তুষ্ট করতে পারবে, তা জানতে অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত।