শেষ আপডেট: 12th November 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে একসঙ্গে দেখলেই দর্শকদের মনে পড়ে যায় ‘হেরা ফেরি’র কথা। সম্প্রতি মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে তিনজনকে একসঙ্গে দেখা দেল। প্রথমে বিমানবন্দরে অক্ষয় কুমারকে দেখা যায়। তারপরেই তাঁর দুই হেরা ফেরি সহ-অভিনেতা সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের দেখা মেলে।
সুরাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে তিনজন পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন। তারপরে ক্যামেরা দেখে তিনজনে পোজ দেন। একসঙ্গে তিন অভিনেতাকে দেখার পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। ভক্তদের মধ্যে এখন একটাই প্রশ্ন, তবে কি হেরা ফেরি ৩ আসতে চলেছে?
তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে ঢোকার আগে অক্ষয়, সুনীল ও পরেশ যখন ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে এগিয়ে এলেন। তাঁদের দেখা মাত্রই উল্লাসে ফেটে পড়েন আশেপাশে জড়ো হওয়া সব মানুষ। পাপারাৎজিদের কেউ কেউ তাঁদের রাজু, শ্যাম ও বাবু ভাইয়া বলে ডাকতে থাকে।
View this post on Instagram
ভিডিওতে অক্ষয়কে মজা করে পরেশের ঘাড় হাত দিয়ে ধরে সোজা করে দিতেও দেখা গিয়েছে। এখন নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, তবে কি ফেরা ফেরির শুটিংয়ে যাচ্ছেন তারা? অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিওতে। এক ভক্ত লিখেছেন, 'ওয়েলকাম জঙ্গল নামক একটি সিনেমাতে একসঙ্গে কাজ করছেন তিনজন।' আরও এক ব্যক্তি লিখেছেন, 'অনেকদিন পরে তিনজনকে একই ফ্রেমে দেখা গেল। আমি শুধু অপেক্ষায় বসে রয়েছি কবে হেরা ফেরি ৩ আসবে।'
আহমেদ খানের 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল'-এ একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। এই ছবিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, রবিনা ট্যান্ডন, রাজপাল যাদব, জনি লিভার সহ আরও অনেকে।