শেষ আপডেট: 11th April 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: নারীর মাথায় একঢাল কালো চুল দেখে কতশত কবিতা লিখেছেন কবি। সমাজের প্রথাগত ধারণাকে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেই নারীই। এবার দক্ষিণী অভিনেত্রী (South actress) শান্তিপ্রিয়ার (Shanthi Priya) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখা গেল তাঁর ন্যাড়া মাথার (Bald look) এক চিত্র। ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ (Saugandh) ছবিতে অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে বলিউডে ডেবিউ (Bollywood debut) করেন শান্তিপ্রিয়া।
ইনস্টাগ্রামে অভিনেত্রী বেশ কয়েকটি ন্যাড়া মাথার ছবি পোস্ট করেছেন, পরনে বেইজ রঙের স্যুট। স্মোকি আই-ম্যাট মেকআপ (smokey eye makeup look) লুকে উষ্ণতা ছড়িয়েছে নেটপাড়ায়।
View this post on Instagram
ছবিতে যে স্যুট রয়েছে শান্তির পরনে, সেটি তাঁর স্বামীর। প্রসঙ্গত, ২০০৪ সালেই স্বামী মারা যান অভিনেত্রীর। শান্তির কথায়, ‘নারী হিসেবে আমরা অনেক সময় বেশ কিছু সীমাবদ্ধতা তৈরি করে ফেলি নিজেদের জন্য, বাঁধাধরা নিয়ম মেনে চলতে হয়, তাতে বন্দি মনে হয় নিজেদের। ন্যাড়া হয়ে বেশ অন্যরকম অনুভূতি হচ্ছে। নিজেকে মুক্ত লাগছে। সবরকম বাধা আর পৃথিবীর চাপিয়ে দেওয়া নিয়মের বাইরে যেতে পেরেছি। সাহস লেগেছে, কিন্তু মনের কথা শুনেছি।’
শান্তি আরও লেখেন, ‘স্বামীর স্মৃতি আমার খুব কাছের, আজও ওর ব্লেজার আমাকে একইরকম ভাবে জড়িয়ে রাখে।’
ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে নানারকম মন্তব্য এসেছে। কেউ কেউ ভালবাসা জানিয়েছেন অভিনেত্রীকে, আবার কেউ সমাজের চিরাচরিত প্রথার কথা মনে করিয়েছেন তাঁকে। একজন লিখেছেন, ‘এটা আপনি কী করলেন! লম্বা চুল দক্ষিণের মানুষের সৌন্দর্য, আর সেখানে আপনি এ কী করলেন?’ উত্তরে শান্তি প্রিয়া লিখেছেন, ‘কোনও একরকম মানসিকতায় আটকে থাকবেন না যে কাউকে একরকম ভাবেই থেকে যেতে হবে।’ আবার কেউ কমেন্টে লিখেছেন, 'আমার এটা ভেবেই আজব লাগছে যে, আপনার মতো করেও এখনকার নায়িকারা ভাবতে পারে। সত্যিই সুন্দর।'
যদিও এই পদক্ষেপ নেওয়ার আগে মনে একটু হলেও দ্বন্দ্ব এসেছিল বটে, কারণ তিনি যে প্রফেশনে রয়েছেন সেখানে অভিনেত্রীদের বিশেষ এক ধরনে নিজেদের ধরে রাখতে হয়, এতে তাঁর কাজের ওপর কোনও প্রভাব পড়তে পারে কি না। অবশেষে অবশ্য নিজের মনের কথাই শুনেছেন শান্তিপ্রিয়া।
শান্তিপ্রিয়াকে শেষ দেখা গেছিল তামিল ছবি ‘ব্যাড গার্ল’-এ।