শেষ আপডেট: 12th December 2024 19:24
দ্য ওয়াল ব্যুরো: 'হাউসফুল ৫' ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অক্ষয় কুমার। সূত্রের খবর, তাঁর চোখে আঘাত লেগেছে। সেই সময় তিনি মুম্বইয়ে হাউসফুল ৫ ছবির শুটিং করছিলেন। শুটিংয়ের সময় একটি স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হন অভিনেতা। এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় অক্ষয়ের চোখে গুরুতর আঘাত লেগেছে। তবে, অভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনও বিষয় নেই। তিনি এখন সুস্থ আছেন। এমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, হাউসফুল শুটিংয়ের সেটে স্টান্ট করতে গিয়ে অক্ষয়ের চোখে কিছু একটা চলে যায়। তৎক্ষণাৎ চোখের চিকিৎসক সেটে পৌঁছান, তাঁর চোখে ব্যান্ডেজ বাঁধেন এবং তাঁকে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে বলা হয়। সেই সময় অন্য অভিনেতাদের সঙ্গে শুটিং চলতে থাকে। তবে, আঘাত সত্ত্বেও অক্ষয় শীঘ্রই শুটিং ছেড়ে যেতে চাননি। কারণ ছবির শুটিং শেষ পর্যায়ে পৌঁছেছে এবং তিনি চান না যে শুটিং তার জন্য বন্ধ থাকুক।
চলতি বছরের শুরুতে ইউরোপে হাউসফুল ৫ ছবির শুটিং শুরু হয়েছিল। ৪০ দিন ধরে একটি ক্রুজ শিপে শুটিং করা হয়েছে, যার মধ্যে নিউক্যাসল থেকে স্পেন, নর্ম্যান্ডি, হনফ্লেয়ার এবং পলিমাউথে ফিরে আসার যাত্রা শুটিং হয়েছে। তারুণ মানসুখানি পরিচালিত এই কমেডি সিনেমাটি ৬ জুন, ২০২৫-এ মুক্তির পাবে, এমনটাই জানা গিয়েছে।
হাউসফুল ৫-এ রয়েছেন ফ্র্যাঞ্চাইজির দুই সদস্য অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ। পাশাপাশি আছেন অভিষেক বচ্চন, শ্রেয়াস তালপাদে, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ এবং নারগিস ফাখরি। কাস্টে আরও রয়েছেন দুর্দান্ত সব অভিনেতা। তাঁরা হলেন ফারদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, সোনাম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং এবং সাউন্দার্য শর্মা।