শেষ আপডেট: 8th May 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: প্রথম দুটো ভাগ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। করোনা পরবর্তী সময়ে যখন বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, সে সময় দর্শক মনে উন্মাদনা তৈরি করেছিল ‘জলি এলএলবি’। এই সিক্যুয়েলের প্রথম দুটি ছবিই হিট। তৃতীয় ছবি জলি এলএলবি ৩-তে এবার একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসিকে। সঙ্গে হুমা কুরেশিও রয়েছেন। কিন্তু জানা গেছে, শ্যুটিং শুরু হতে না হতেই নাকি আইনি সমস্যা দেখা দিয়েছে। রীতিমতো আইনি গেরোয় ‘জলি এলএলবি ৩’।
ছবির বিরুদ্ধে আজমেঢ় আদালতের দ্বারস্থ হয়েছেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। তাঁর অভিযোগ, ছবিতে বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে। আইনজীবীদের অসম্মান করা হয়েছে।
২০১৩ সালে মুক্তি পায় আরসাদ ওয়ারসি অভিনীত ছবি ‘জলি এলএলবি’। এই ছবিতে জমিয়ে মামলা লড়তে দেখা গিয়েছিল আরশাদ ওয়ারসিকে। এরপরে ২০১৭ সালে জলি এলএলবি ২-তে সেই জায়গায় অভিনয় করেন অক্ষয় কুমার। সেই ছবিও প্রশংসিত হয়। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলি এলএলবি ৩’ ছবির শুটিং। ছবির গল্পে মুখোমুখি লড়াই করতে দেখা যাবে দুই জলিকে। এবার টক্কর দুই জলির মধ্যে। বিচারকের ভূমিকায় দেখা যাবে সৌরভ শুক্লাকেই।
সূত্রের খবর, এই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন চন্দ্রভান সিং রাঠোর। আগের দুই ছবি দেখার পরই নাকি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। প্রযোজক, পরিচালকের পাশাপাশি অভিনেতাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাঁর। আইনজীবীর বক্তব্য, হিন্দি সিনেমা অনেকটাই প্রভাব ফেলে এখনকার প্রজন্মের জীবনে। সেখানে দেশের আইনি ব্যবস্থা, বিচারব্যবস্থাকে নিয়ে হাসি-মস্করা করা হচ্ছে। বিচারককে নিয়েও ঠাট্টা-তামাসা হচ্ছে, যেটা একেবারেই সঠিক নয়। অবিলম্বে ‘জলি এলএলবি ৩’ ছবির শ্যুটিং বন্ধ করার আর্জি জানিয়েছেন তিনি।
রাঠোরের দাবি, “মনে তো হচ্ছে প্রযোজক, পরিচালক, অভিনেতারা দেশের বিচার ব্যবস্থাকে কোনও সম্মানই করে না। আজমেঢ়ের ডিআরএম অফিস-সহ নানা গ্রামে-গঞ্জে এখনও ছবির ছবির শ্যুটিং হচ্ছে। আরও কয়েকদিন ধরে হবে। শুটিং চলাকালীনও যেমন ছবি দেখা যাচ্ছে, তাতে একথা আরও বেশি মনে হচ্ছে।”