১ মে ২০২৫ বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘রেইড ২’। রাজ কুমার গুপ্তা পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও রীতেশ দেশমুখ।
'রেইড ২'
শেষ আপডেট: 23 May 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: ১ মে ২০২৫ বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘রেইড ২’। রাজ কুমার গুপ্তা পরিচালিত এই ক্রাইম থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন ও রীতেশ দেশমুখ। এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইড’-এর সিক্যুয়েল। দুর্নীতির বিরুদ্ধে আয়কর বিভাগের অভিযানকে ঘিরে নির্মিত এই ছবির গল্প দর্শকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। পাশাপাশি সমালোচকরাও ছবিকে ভাল রিভিউ দিয়েছেন।
ছবিটি মুক্তির পর ইতিমধ্যেই ২২ দিন পেরিয়েছে। এই সময়ের মধ্যে বক্স অফিসে এর সংগ্রহ দাঁড়িয়েছে ১৫৬.৮৫ কোটি টাকা। Sacnilk.com-এর প্রাথমিক তথ্য অনুসারে, তৃতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির ২২তম দিনে ছবির আয় ছিল ১.৭৫ কোটি টাকা। তবে লক্ষ্য ১৬০ কোটি ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে গেলেও, ১৫০ কোটির গণ্ডি পেরোনোর পর ছবির দৈনিক আয় ধীরে ধীরে কমতে শুরু করেছে।
মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি বেশ ভাল ব্যবসা করেছে। প্রথম চার দিনেই ‘রেইড ২’ প্রায় ৭০ কোটি টাকার বেশি আয় করে ফেলে। রবিবারে ছবির সর্বোচ্চ আয় হয়েছিল ২২ কোটি টাকারও বেশি। সপ্তাহের শেষে মোট কালেকশন দাঁড়ায় ৯৫.৭৫ কোটি টাকায়। দ্বিতীয় সপ্তাহেও ছবির গতি অনেকটাই বজায় ছিল। দ্বিতীয় শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আয় দাঁড়ায় ৪০.৬ কোটি টাকা। যদিও তৃতীয় সপ্তাহে প্রবেশের পর থেকে ছবির ব্যবসা কমতে শুরু করে। ১৬ থেকে ২২ মে পর্যন্ত প্রতিদিনের আয় কমতে কমতে এসে ঠেকে ১.৭৫ কোটি টাকায়।
অজয় দেবগন ছবিতে অভিনয় করেছেন আয়কর দফতরের ডেপুটি কমিশনার অমি পট্টনায়েকের চরিত্রে, যিনি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে অভিযান চালান। রীতেশ দেশমুখ ছবিতে অভিনয় করেছেন প্রধান খলনায়কের চরিত্রে, আর বাণী কাপুর রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য অজয় ও রীতেশ দু'জনেই প্রশংসিত হয়েছেন।
এই মুহূর্তে ‘রেইড ২’ অজয় দেবগনের আগের দুই হিট ছবি—‘সিংহাম রিটার্নস’ ও ‘শয়তান’-এর বক্স অফিস রেকর্ড ভেঙে ফেলেছে। এখন নজর রয়েছে ১৬০ কোটির মাইলফলক স্পর্শ করার দিকে। তবে যেভাবে দৈনিক আয়ের হার কমছে, তাতে করে আগামী ক’দিনের বক্স অফিস পারফরম্যান্সই ঠিক করে দেবে ছবিটি ঠিক কতদূর যেতে পারবে।