শেষ আপডেট: 10th November 2024 12:13
দ্য ওয়াল ব্যুরো: শুটিং সেটেই কাটিয়ে দেন বেশিরভাগ সময়। তা সত্ত্বেও শরীরচর্চা করতে ভোলেন না। ৫৮ বছর বয়সে পর্দায় যে ভাবে হাজির হন অক্ষয়, তা যে কোনও মানুষের জন্য সত্যিই অনুপ্রেরণার বিষয়। কথা হচ্ছে অক্ষয় কুমারের। খুব ভোরে কলটাইম থাকলে রাতে বাড়ি ফিরে শরীরচর্চা করেন। আবার বেলার দিকে কল থাকলে সকালে উঠে প্রথমেই শরীরচর্চা সেরে নেন তিনি।
বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, শুটিংয়ের জন্য বিদেশে গেলেও এই নিয়মের অন্যথা হয় না। নিজে বরাবরই নিয়ন্ত্রিত জীবন যাপন করেন। সন্ধ্যা ৭টার মধ্যে ডিনার সেরে ফেলেন। তারপর রাত ৯টার মধ্যে ঘুম। আবার সকাল ৪টেয় উঠে শরীরচর্চা দিয়েই দিন শুরু হয় তাঁর। রাতে তাঁর বাড়িতে কোনও পার্টি থাকলেও, তিনি ৯টার পরে আর তাতে থাকেন না।
তিন দশক ধরে অভিনয় করছেন বলিউডে। ক্যারিয়ারের শুরু থেকেই অ্যাকশনধর্মী ছবির জন্যই তাঁর পরিচিতি। পাশাপাশি কমেডি ধারাতেও তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তাঁর ভোর ৪টেয় ঘুম থেকে ওঠা নিয়ে যে কোনও সাক্ষাৎকারেই আলোচনা হয়। কারণ অক্ষয়ের প্রধান পরিচয় তাঁর ফিটনেস-এ।
এবার ‘সিংহম এগেইন'-এর জন্য অজয় দেবগন একটি সাক্ষাৎকারে যান, সেখানে অক্ষয়ের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেতাকে নিয়ে রসিকতা করলেন অজয়। তিনি বলেন, 'আমার মনে হয় সকলে শুধুমাত্র এটাই জানেন যে অক্ষয় ভোর ৪টেয় ঘুম থেকে ওঠে। কিন্তু এর পিছনের কারণটা কেউ জানে না। সেটা আমি বলছি। কারণ আমার মনে হয় ও এক সময় দুধওয়ালা ছিল। তাই ভোরে ওঠার অভ্যাস কাটেনি। বিশ্বাস না হলে আপনারাই ওঁকে জিজ্ঞাসা করে নেবেন।'
একথা বলেই অজয় সঙ্গে সঙ্গে হেসে ওঠেন। এই গোটা সাক্ষাৎকারে যে অজয় শুধুই অক্ষয়কে নিয়ে রসিকতা করেছে, তা একেবারেই নয়। সেই সঙ্গে করিনা কাপুর, রণবীর সিং-কে নিয়েও বিভিন্ন মজার কথা বলেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেট্টির ছবি ‘সিংহম আগেন’। এই ছবিতে অজয়ের পাশাপাশি ছিলেন, রণবীর সিংহ, টাইগার শ্রফ, অক্ষয় কুমারও।