আবার বড়পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’। চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ছবির নাম ‘ধামাল ৪’।
‘ধামাল ৪’
শেষ আপডেট: 16 May 2025 20:26
দ্য ওয়াল ব্যুরো: আবার বড়পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’। চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ছবির নাম ‘ধামাল ৪’। ২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এ প্রথমবার এই সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। এবার নতুন গল্প, নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে এই সিনেমা। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ইদে।
ধামাল সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন আর গানের মজা—এই ছবি ছোট-বড় সবাই একসঙ্গে দেখতে ভালবাসে। ‘ধামাল ৪’-তেও সেই একই মজা বজায় থাকছে বলে জানিয়েছেন নির্মাতারা। ছবিতে অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, অর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। নতুন করে যুক্ত হয়েছেন সঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন। মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন চলছে মুম্বইতে।
২০০৭ সালে প্রথম ‘ধামাল’ মুক্তি পায়। তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।
‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলি হল দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।
এই ছবির পাশাপাশি অজয়কে দেখা যাবে ‘সন অফ সরদার ২’-এ, যেখানে তাঁর সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর, জুহি চাওলা প্রমুখ। আরেকটি ছবিতে তিনি কাজ করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে, ছবির নাম ‘দে দে প্যায়ার দে ২’।