Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বর্ষায় চুল পড়া তো বাড়বেই! চিরুনি দেখে কান্নাকাটি না করে, কাজে লাগান এইসব সহজ ঘরোয়া টোটকাইরানের হামলায় ইজরায়েলের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘অ্যারো’র ভাঁড়ার বাড়ন্ত, আমেরিকাও জানে'তুলসী কয় রকমের হয় জানেন?', ধর্মের নামে রাজনীতি, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীরইলিশ আসতেই দিঘা মোহনায় যেন উৎসব, বিক্রি হল ৬০০ থেকে ১৫০০ টাকায়বিয়ের আগে ২৫ দিনে ১১৯ বার সঞ্জয়কে ফোন করে সোনম! রাজা হত্যাকাণ্ডে উঠে এল আরও এক নতুন নামAir India Crash: তখনও বিস্ফোরণ হয়নি, হস্টেলের ছাদে থাকা মাটির স্তূপ বাঁচিয়ে দেয় রমেশকে‘অগ্নীশ্বর’ দেখে খুব কেঁদেছি, কিছুতেই আপনার থেকে টাকা নিতে পারব না', বললেন রিকশাওয়ালা ঝমঝম বৃষ্টি, ঠান্ডা ওয়েদারে গরম চায়ের সঙ্গে 'টা' লাগবে তো! বানিয়ে নিন চটজলদি এসব স্ন্যাক্স'চার বছরে এক পয়সাও দেয়নি কেন্দ্র, তবু আমরা কাজ করেছি', হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রীঐশ্বর্যাকে নিজের করে পেতে মরিয়া ছিলেন জায়েদ খান, লকার রুমে রাখতেন ছবিও
Ajay Devgn - ‘Dhamaal 4’

ইদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের হাসির ঝড় নিয়ে কামব্যাক অজয়ের

আবার বড়পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’। চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ছবির নাম ‘ধামাল ৪’। 

ইদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, ফের হাসির ঝড় নিয়ে কামব্যাক অজয়ের

‘ধামাল ৪’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 16 May 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: আবার বড়পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘ধামাল’। চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন। ছবির নাম ‘ধামাল ৪’। ২০১৯ সালের ‘টোটাল ধামাল’-এ প্রথমবার এই সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। এবার নতুন গল্প, নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে এই সিনেমা। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ইদে।

ধামাল সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন আর গানের মজা—এই ছবি ছোট-বড় সবাই একসঙ্গে দেখতে ভালবাসে। ‘ধামাল ৪’-তেও সেই একই মজা বজায় থাকছে বলে জানিয়েছেন নির্মাতারা। ছবিতে অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, অর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। নতুন করে যুক্ত হয়েছেন সঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন। মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন চলছে মুম্বইতে।

২০০৭ সালে প্রথম ‘ধামাল’ মুক্তি পায়। তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’ (২০১১) ও ‘টোটাল ধামাল’ (২০১৯)। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।

‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলি হল দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।

এই ছবির পাশাপাশি অজয়কে দেখা যাবে ‘সন অফ সরদার ২’-এ, যেখানে তাঁর সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর, জুহি চাওলা প্রমুখ। আরেকটি ছবিতে তিনি কাজ করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে, ছবির নাম ‘দে দে প্যায়ার দে ২’।
 


ভিডিও স্টোরি