বলিউডে নিজের জায়গা তৈরি করতে কম লড়াই করেননি অভিষেক বচ্চন। কখনও বাবার পরিচয়, কখনও স্ত্রী ঐশ্বর্যা রাইয়ের খ্যাতি—সব সময়ের মধ্যেই কোথাও না কোথাও এক চাপ অনুভব করেছেন তিনি।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন
শেষ আপডেট: 2 July 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নিজের জায়গা তৈরি করতে কম লড়াই করেননি অভিষেক বচ্চন। কখনও বাবার পরিচয়, কখনও স্ত্রী ঐশ্বর্যা রাইয়ের খ্যাতি—সব সময়ের মধ্যেই কোথাও না কোথাও এক চাপ অনুভব করেছেন তিনি। কিন্তু এবার এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথাই অকপটে বললেন জুনিয়র বচ্চন।
‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিষেক বলেন, তিনি এখনও চেষ্টা করেন সবাইকে খুশি করতে। যদিও অনেকেই বলেন, সব সময় সেটা সম্ভব নয়। কিন্তু তাঁর মতে, “যেদিন বলব, ‘হ্যাঁ, আমি সবাইকে খুশি করতে পারি না, আমি যেমন আছি, তেমনই থাকব’, সেদিনই একজন অভিনেতা হিসেবে আমার মৃত্যু ঘটবে। ওই অবস্থানে পৌঁছলে আর নিজেকে উন্নত করার চেষ্টা থাকবে না।”
নেগেটিভ রিভিউ বা ট্রোলের দিকে মন দেওয়া এখন অভ্যাস হয়ে গিয়েছে বলেও জানান তিনি। কিন্তু ঐশ্বর্যা তাঁকে সবসময়ই একটিই কথা বলেন—“ওয়াটার অফ আ ডাকস ব্যাক”, অর্থাৎ সবকিছু ঝেড়ে ফেলো, পাত্তা দিও না।
অভিষেক বলেন, “মানুষের স্বভাবই এমন যে নেতিবাচক দিকটাই আগে চোখে পড়ে। আমি চেষ্টা করি সবাইকে খুশি করতে। কিন্তু ঐশ্বর্যা সবসময় বলেন, নেগেটিভে মন দিও না, পজিটিভটাই বড়, সেটাকেই গুরুত্ব দাও।”
২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ও ২০০৩-এ ‘কুছ না কহো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক-ঐশ্বর্যা। কিন্তু তাঁদের প্রেম জমে ওঠে ২০০৫-০৬ সালে ‘উমরাও জান’-এর শ্যুটিংয়ের সময়। ‘গুরু’ ছবির নিউ ইয়র্ক প্রিমিয়ারে অভিষেক প্রস্তাব দেন ঐশ্বর্যাকে। ২০০৭ সালের ২০ এপ্রিল রাজকীয়ভাবে বিয়ে করেন তাঁরা।
তবে সম্প্রতি তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি ঘিরে জল্পনা শুরু হয়েছে। যদিও অভিষেক বা ঐশ্বর্যার তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তাঁদের কন্যা আরাধ্যা বচ্চন বর্তমানে পড়াশোনা করছে মুম্বইয়ের একটি স্কুলে।