Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা
Abhishek Bachchan Aishwarya Rai

'সব নেগেটিভ চিন্তা ঝেড়ে ফেলে ভাল কিছু ভাবো,' অভিষেককে হঠাৎ কেন বললেন ঐশ্বর্যা?

বলিউডে নিজের জায়গা তৈরি করতে কম লড়াই করেননি অভিষেক বচ্চন। কখনও বাবার পরিচয়, কখনও স্ত্রী ঐশ্বর্যা রাইয়ের খ্যাতি—সব সময়ের মধ্যেই কোথাও না কোথাও এক চাপ অনুভব করেছেন তিনি।

'সব নেগেটিভ চিন্তা ঝেড়ে ফেলে ভাল কিছু ভাবো,' অভিষেককে হঠাৎ কেন বললেন ঐশ্বর্যা?

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 2 July 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নিজের জায়গা তৈরি করতে কম লড়াই করেননি অভিষেক বচ্চন। কখনও বাবার পরিচয়, কখনও স্ত্রী ঐশ্বর্যা রাইয়ের খ্যাতি—সব সময়ের মধ্যেই কোথাও না কোথাও এক চাপ অনুভব করেছেন তিনি। কিন্তু এবার এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথাই অকপটে বললেন জুনিয়র বচ্চন।

‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিষেক বলেন, তিনি এখনও চেষ্টা করেন সবাইকে খুশি করতে। যদিও অনেকেই বলেন, সব সময় সেটা সম্ভব নয়। কিন্তু তাঁর মতে, “যেদিন বলব, ‘হ্যাঁ, আমি সবাইকে খুশি করতে পারি না, আমি যেমন আছি, তেমনই থাকব’, সেদিনই একজন অভিনেতা হিসেবে আমার মৃত্যু ঘটবে। ওই অবস্থানে পৌঁছলে আর নিজেকে উন্নত করার চেষ্টা থাকবে না।”

নেগেটিভ রিভিউ বা ট্রোলের দিকে মন দেওয়া এখন অভ্যাস হয়ে গিয়েছে বলেও জানান তিনি। কিন্তু ঐশ্বর্যা তাঁকে সবসময়ই একটিই কথা বলেন—“ওয়াটার অফ আ ডাকস ব্যাক”, অর্থাৎ সবকিছু ঝেড়ে ফেলো, পাত্তা দিও না।

অভিষেক বলেন, “মানুষের স্বভাবই এমন যে নেতিবাচক দিকটাই আগে চোখে পড়ে। আমি চেষ্টা করি সবাইকে খুশি করতে। কিন্তু ঐশ্বর্যা সবসময় বলেন, নেগেটিভে মন দিও না, পজিটিভটাই বড়, সেটাকেই গুরুত্ব দাও।”

২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ও ২০০৩-এ ‘কুছ না কহো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক-ঐশ্বর্যা। কিন্তু তাঁদের প্রেম জমে ওঠে ২০০৫-০৬ সালে ‘উমরাও জান’-এর শ্যুটিংয়ের সময়। ‘গুরু’ ছবির নিউ ইয়র্ক প্রিমিয়ারে অভিষেক প্রস্তাব দেন ঐশ্বর্যাকে। ২০০৭ সালের ২০ এপ্রিল রাজকীয়ভাবে বিয়ে করেন তাঁরা।

তবে সম্প্রতি তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি ঘিরে জল্পনা শুরু হয়েছে। যদিও অভিষেক বা ঐশ্বর্যার তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তাঁদের কন্যা আরাধ্যা বচ্চন বর্তমানে পড়াশোনা করছে মুম্বইয়ের একটি স্কুলে।
 


ভিডিও স্টোরি