Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
WTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?অনুব্রত-কাজলকে নিয়ে আলাদা বৈঠকে বক্সী-ফিরহাদ, কেষ্টকে মাথা ঠান্ডা রাখার পরামর্শWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিন
Aishwarya Rai - Amitabh Bachchan - Cannes 2025

'কান' চলচ্চিত্র উৎসবে শাড়ি-সিঁদুরে অপরূপা ঐশ্বর্যা, এদিকে রহস্য বাড়াল অমিতাভের পোস্ট!

গত প্রায় দেড় বছর ধরে যেভাবে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা ঘুরে বেড়াচ্ছিল, তাতে যেন হাওয়া দিল এই সাজ। কোনও বক্তব্য না দিয়েই যেন সবটা জানিয়ে দিলেন ঐশ্বর্যা। 

'কান' চলচ্চিত্র উৎসবে শাড়ি-সিঁদুরে অপরূপা ঐশ্বর্যা, এদিকে রহস্য বাড়াল অমিতাভের পোস্ট!

ঐশ্বর্যা রাই বচ্চন ও অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: ১৪ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। লাল গালিচায় পা রাখতেই কে কী পরলেন, কার সাজে কতটা ঝলক, তা নিয়ে উৎসাহ তুঙ্গে। কিন্তু সব চোখ যেন খুঁজছিলেন একটিই মুখ—ঐশ্বর্যা রাই বচ্চন। ফ্রান্সের আকাশের নিচে, সাদা রেশমি বেনারসি পরে, গলায় ভারী চুনির হার, খোলা চুলে সিঁথিতে লাল সিঁদুর নিয়ে হেঁটে এলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এই সাজে যেন বার্তা ছড়িয়ে দিলেন—একটু জবাব আর অনেকখানি গর্ব।

গত প্রায় দেড় বছর ধরে যেভাবে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা ঘুরে বেড়াচ্ছিল, তাতে যেন হাওয়া দিল এই সাজ। কোনও বক্তব্য না দিয়েই যেন নিজের অবস্থান জানিয়ে দিলেন ঐশ্বর্যা। ঠিক তখনই, সোশ্যাল মিডিয়ায় একটি নিরুত্তর পোস্ট করলেন শ্বশুর অমিতাভ বচ্চন। কোনও ছবি নেই, কোনও মন্তব্যও নয়—শুধু পোস্ট নম্বর।

এইভাবে চুপ করে কিছু লেখা বা কিছু না বলে একটা পোস্ট দেওয়া—এটা নতুন নয়। আগেও একবার এমন ঘটেছিল। কাশ্মীরের পহেলগামে যখন কিছু বিতর্কিত ঘটনা নিয়ে তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন, তখনও তিনি মুখ খোলেননি। বরং শুধু একটা নম্বর দেওয়া পোস্ট করে বুঝিয়ে দেন, তিনি রয়েছেন, সবকিছু দেখছেন। এবারও ঠিক তেমনটাই করলেন তিনি।

এদিকে ঐশ্বর্যার সাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই বলছেন, এই বছর কান উৎসবে ঐশ্বর্যার এই সাদা বেনারসি আর সিঁথিভরা সিঁদুরে দেখা পাওয়া আসলে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো। সম্প্রতি সেনাবাহিনীর এই গোপন অভিযানে যেভাবে দেশকে রক্ষা করা হয়েছে, তার প্রতি সম্মান জানাতেই এমন সাজ হতে পারে—এমনটাই বলছেন কেউ কেউ।

আবার অনেকের মতে, এই সাজ একেবারে ব্যক্তিগত বার্তা। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক একটু দুরত্বের হয়েছে। শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও ভেসে বেড়ায় বলিউডে। তাই এই কান উৎসবের লুকে ঐশ্বর্যার সিঁথিভরা সিঁদুর আর পরিপাটি বাঙালি সাজ যেন জানিয়ে দিল—তিনি এখনও বচ্চন পরিবারেরই একজন। 


ভিডিও স্টোরি