গত প্রায় দেড় বছর ধরে যেভাবে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা ঘুরে বেড়াচ্ছিল, তাতে যেন হাওয়া দিল এই সাজ। কোনও বক্তব্য না দিয়েই যেন সবটা জানিয়ে দিলেন ঐশ্বর্যা।
ঐশ্বর্যা রাই বচ্চন ও অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 22 May 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: ১৪ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। লাল গালিচায় পা রাখতেই কে কী পরলেন, কার সাজে কতটা ঝলক, তা নিয়ে উৎসাহ তুঙ্গে। কিন্তু সব চোখ যেন খুঁজছিলেন একটিই মুখ—ঐশ্বর্যা রাই বচ্চন। ফ্রান্সের আকাশের নিচে, সাদা রেশমি বেনারসি পরে, গলায় ভারী চুনির হার, খোলা চুলে সিঁথিতে লাল সিঁদুর নিয়ে হেঁটে এলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এই সাজে যেন বার্তা ছড়িয়ে দিলেন—একটু জবাব আর অনেকখানি গর্ব।
গত প্রায় দেড় বছর ধরে যেভাবে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা ঘুরে বেড়াচ্ছিল, তাতে যেন হাওয়া দিল এই সাজ। কোনও বক্তব্য না দিয়েই যেন নিজের অবস্থান জানিয়ে দিলেন ঐশ্বর্যা। ঠিক তখনই, সোশ্যাল মিডিয়ায় একটি নিরুত্তর পোস্ট করলেন শ্বশুর অমিতাভ বচ্চন। কোনও ছবি নেই, কোনও মন্তব্যও নয়—শুধু পোস্ট নম্বর।
এইভাবে চুপ করে কিছু লেখা বা কিছু না বলে একটা পোস্ট দেওয়া—এটা নতুন নয়। আগেও একবার এমন ঘটেছিল। কাশ্মীরের পহেলগামে যখন কিছু বিতর্কিত ঘটনা নিয়ে তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন, তখনও তিনি মুখ খোলেননি। বরং শুধু একটা নম্বর দেওয়া পোস্ট করে বুঝিয়ে দেন, তিনি রয়েছেন, সবকিছু দেখছেন। এবারও ঠিক তেমনটাই করলেন তিনি।
এদিকে ঐশ্বর্যার সাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই বলছেন, এই বছর কান উৎসবে ঐশ্বর্যার এই সাদা বেনারসি আর সিঁথিভরা সিঁদুরে দেখা পাওয়া আসলে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো। সম্প্রতি সেনাবাহিনীর এই গোপন অভিযানে যেভাবে দেশকে রক্ষা করা হয়েছে, তার প্রতি সম্মান জানাতেই এমন সাজ হতে পারে—এমনটাই বলছেন কেউ কেউ।
T 5286 -
— Amitabh Bachchan (@SrBachchan) May 21, 2025
আবার অনেকের মতে, এই সাজ একেবারে ব্যক্তিগত বার্তা। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক একটু দুরত্বের হয়েছে। শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও ভেসে বেড়ায় বলিউডে। তাই এই কান উৎসবের লুকে ঐশ্বর্যার সিঁথিভরা সিঁদুর আর পরিপাটি বাঙালি সাজ যেন জানিয়ে দিল—তিনি এখনও বচ্চন পরিবারেরই একজন।