শেষ আপডেট: 5th February 2025 20:57
দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ হয়েছে নাকি হয়নি? বিগত বেশ কিছু সময় ধরে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে এই আলোচনাই চলছিল সর্বত্র। এ দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ৪৯ বছর পূর্ণ করলেন অভিষেক বচ্চন। সকাল থেকেই চুপ ছিলেন ঐশ্বর্যা। ইনস্টাগ্রামে দেখা যায়নি তাঁর কোনও পোস্ট। তবে রাত বাড়তেই নীরবতা ভাঙলেন তিনি। একই সঙ্গে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন নতুন বার্তা। স্বামীর উদ্দেশে কী লিখলেন ঐশ্বর্যা?
অভিষেকের এক ছোট্টবেলার ছবি শেয়ার করে ঐশ্বর্যা লেখেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। সুস্বাস্থ্য, ভালবাসা আর আনন্দে ভরে উঠুক তোমার জীবন। ভাল থেকো তুমি।"
ঐশ্বর্যার এই পোস্ট আসার পরেই শান্তির শ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা। সম্পর্ক যে টিকে আছে সেই বার্তাই যেন অস্ফুটে দিয়েছেন ঐশ্বর্যা।
উল্লেখ্য গত বছরের শুরু থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে অভিষেকের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় আপাতত মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্যা। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। নিন্দকেরা এও বলছে, যতই সম্পর্ক খারাপ থাকুক না কেন বচ্চনদের রীতি মেনে আপাতত বিচ্ছেদের পথে হাঁটবেন না তাঁরা।