শেষ আপডেট: 25th January 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: ঐশ্বর্যা রাই বচ্চন, যিনি এক সময় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন, তার রূপে গোটা দুনিয়া মুগ্ধ। আর এমন এক সৌন্দর্য বয়োজ্ঞানহীনভাবে খেতে শেখালেন এক ব্রিটিশ সাংবাদিককে। ১১ বছর আগে একটি ডিনার মিটিংয়ে ঐশ্বর্যা সিঙাড়া খাওয়ার আসল পদ্ধতি এক সাংবাদিককে শেখান। পুরনো সেই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, আর নেটিজেনদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মুম্বইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ঐশ্বর্যা এক ব্রিটিশ সাংবাদিকের সঙ্গে বসে আছেন। একে অপরের মুখোমুখি বসে খাবার খাচ্ছেন। ঐশ্বর্যার প্লেটে ছিল সিঙাড়া, এবং সাংবাদিকটি সিঙাড়া কাঁটাচামচ দিয়ে খেতে চেষ্টা করছিলেন, কিন্তু সফল হচ্ছিলেন না।
তখন ঐশ্বর্যা তাঁকে হাত দিয়ে খেতে শেখান। তিনি জানান, সিঙাড়া কাঁটাচামচ দিয়ে খাওয়া সম্ভব নয়, এটা একেবারে দেশি স্টাইলে, হাত দিয়ে খেতে হয়। এই ভিডিওতে ঐশ্বর্যার সিঙাড়া প্রেম এবং ভারতীয় খাবারের প্রতি তাঁর ভালবাসা আরও পরিষ্কার হয়ে ওঠে।
এই ভিডিওর পর, ঐশ্বর্যার ভক্তরা কমেন্ট করতে থাকেন, কিছু মন্তব্য করেন, 'ঐশ্বর্যা যে ভাবে হাত দিয়ে সাংবাদিককে সিঙাড়া খাওয়া শেখাচ্ছেন, সেটা অসাধারণ।' আর অনেকে আবার বলে, সিঙাড়া কাঁটাচামচ দিয়ে খাওয়া আসলেই কঠিন। ‘পোন্নিয়িন সেলভান’ এর নন্দিনী যে এমনভাবে একজন ব্রিটিশ সাংবাদিককে মুগ্ধ করবেন, তা ছিল একেবারে অপ্রত্যাশিত।